সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৫০০ টাকা’র এই নো’ট থা’ক’লে বাড়ি’তে ব’সে’ই আ’য় ক’র’তে পার’বেন প্র’চু’র টা’কা! জে’নে নি’ন প’দ্ধ’তি

৫০০ টাকার এই নোট থাকলে বাড়িতে বসেই আয় করতে পারবেন প্রচুর টাকা! জেনে নিন পদ্ধতি

আপনার কাছে ৫০০ টাকার পুরনো নোট রয়েছে? তাহলে হয়ে যেতে পারেন বিপুল টাকার মালিক। আপনি ৫০০ টাকার এই নোট অনলাইনে নিলাম করে বাড়িতে বসেই বিপুল টাকা আয় করতে পারবেন।

কেন্দ্র সরকারের তরফে ৫০০ টাকার নোট বাতিল করে দেওয়া হয়েছিল ২০১৬ সালে। কিন্তু তা সত্ত্বেও বাজারে এই নোটের এখনও প্রচুর মূল্য ৷ ৫০০ টাকার এই নোট অনলাইনে নিলাম করে বাড়িতে বসেই বিপুল টাকা আয় করতে পারবেন৷

রিজার্ভ ব্যাঙ্কের উপরে নোট ছাপার দায়িত্ব থাকে৷ একটি প্যাটার্ন ঠিক করা হয় এবং সেই অনুযায়ী নোট ছাপা হয়ে থাকে৷ এর জন্য সমস্ত নোটই এক ধরনের দেখতে হয়৷ কিন্তু নোট ছাপার সময় কোনও নোটে কোনও ভুল থাকলে এবং সেটি বাজারে চলে এলে সেটি বিশেষ হয়ে যায়৷ এবং এই এরকম মোট কয়েক গুণ বেশি টাকা দিয়ে কিনতে রাজি হয়ে যান অনেকেই৷

আপনার কাছে পুরনো ৫০০ টাকার নোট থাকলে অবশ্যই চেক করে নিন এর সিরিয়াল নম্বর কত৷ নোটে সিরিয়াল নম্বর দু’বার ছাপা থাকলে সেই নোটের দাম ৫০০০ টাকা৷ এছাড়া ৫০০ টাকার নোটের একটা কোনা বড় হলে সেই নোটের দাম ১০,০০০ টাকা হতে পারে৷

কীভাবে অনলাইন নিলামি করবেন জানুন:-

১। ওয়েবসাইট oldindiancoins.com-এ যেতে হবে।

২। নিজেকে বিক্রেতা হিসেবে রেজিস্টার করাতে হবে।

৩। নিজের রেজিস্ট্রেশন করানোর পর আপনার কাছে থাকা ৫০০ টাকার নোটের ছবি অনলাইনে আপলোড করতে হবে। এই বিষয়ে ইচ্ছুক ব্যক্তি আপনার সঙ্গে যোগাযোগ করে কথা বলতে পারবেন।