সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঋণ ক’রে দেওয়ার না’মে প্র’তা’র’ণা, অভিযুক্তদের মা’র’ধ’র স্থানীয়দের

বেশ কয়েকটি গ্রুপ করে লোন করিয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল। অভিযুক্তদের ধরে মারধর। উদ্ধার করতে এসে বিক্ষোভের মুখে পড়ল পুলিশ। তাঁদের গাড়ি ঘিরে বিক্ষোভ প্রতারিতদের। এই ঘটনাটি ঘটেছে বেলঘড়িয়ার নন্দননগরের বটতলা এলাকায়। অভিযোগ, একটি সংস্থার নাম করে কয়েকজন মহিলা বেশ কয়েকটি গ্রুপ করে প্রায় কয়েকশো মহিলাদের থেকে কয়েক হাজার করে টাকা তোলেন। লোন করিয়ে দেওয়ার নাম করে ওই টাকা তোলা হয়। কিন্তু কোন লোন করিয়ে দেওয়া হয়নি।

রবিবার সন্ধ্যায় প্রতারক মহিলারা এলাকায় এলে, তাদের ঘিরে ধরে এলাকার মহিলারা। এরপরেই উত্তেজনা চরমে ওঠে। টাকা দিয়ে লোন না পাওয়া, অভিযুক্তদের মারধর শুরু করেন প্রতারিতরা। পরিস্থিতি বেগতিক বুঝে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযুক্তদের উদ্ধার করে বেলঘড়িয়া থানার পুলিশের হাতে তুলে দেয়।

পুলিস ৫ অভিযুক্ত মহিলাকে আটক করে । কিন্তু তাদের থানায় নিয়ে আসতে গেলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। পুলিসের গাড়ি আটক দেন স্থানীয় মহিলারা। পুলিসের গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখান ।