সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ছ’বি ফ্ল’প হ’লে নিজের পা’রি’শ্র’মি’ক বা’ড়ি’য়ে দি’তেন রাজকুমার! জা’নু’ন তার অ’দ্ভু’ত ব্যব’হার স’ম্প’র্কে

ছবি ফ্লপ হলে নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিতেন রাজকুমার! জানুন তার অদ্ভুত ব্যবহার সম্পর্কে

বলিউডের অন্যতম এক বিখ্যাত অভিনেতা রাজকুমার। তাঁর অসাধারণ পার্সোনালিটি এবং দুর্দান্ত অভিনয় দিয়ে কোটি কোটি দর্শকদের মনে আজও তিনি অনেকটা জায়গা দখল করে আছেন। তবে নিজের মেজাজ ও অদ্ভুত কিছু ব্যবহারের জন্য বলিউড ইন্ডাস্ট্রিতে বেশ চর্চিত তিনি।

রাজকুমার এমন একজন অভিনেতা যিনি নিজের শর্তে সিনেমাতে অভিনয়ের জন্য রাজি হতেন। তাঁর ছবির কাহিনী ও চরিত্র পছন্দ হলে তবেই ছবির জন্য হ্যাঁ করতেন। অন্যান্য অভিনেতাদের থেকে তিনি অনেকাংশে আলাদা ছিলেন। ছবি ফ্লপ হলে পরবর্তী ছবি কিভাবে পাবেন তা ভাবতে থাকেন অন্যান্য অভিনেতারা। সেখানে নিজের ছবি ফ্লপ হলেও পারিশ্রমিক বাড়িয়ে দিতেন রাজকুমার।১৯৮০-৯০ এর দশকেও ছবি ফ্লপ হলে ১ লক্ষ টাকা পারিশ্রমিক বাড়িয়ে দিতেন রাজকুমার। তাঁর কথায়, চলচ্চিত্র হয়তো ফ্লপ হয়েছে তবে আমি না।

রাজেশ খান্না, দিলীপ কুমারের সমসাময়িক ছিলেন তিনি। তবে নিজের বদরাগী মেজাজের জন্য বহুবার বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। পরিচালক থেকে সহ অভিনেতার সাথেও দুর্ব্যবহার করেছেন। একবার দিলীপ কুমারের সাথে এমন ঝগড়া বাঁধিয়েছিলেন তিনি যে কারণে রাজকুমারের সাথে কোনোদিনও কাজ না করার প্রতিজ্ঞা অবধি নিয়েছিলেন দিলীপ কুমার।

১৯৫৯ সালে পেয়গাম ছবির শ্যুটিং এ উপস্থিত ছিলেন দুজনে। ছবিতে দিলীপ কুমারের বড় ভাইয়ের চরিত্রে ছিলেন রাজকুমার। ছবিতে একটি দৃশ্যে দিলীপ কুমারের ভাইকে চড় মারার কথা ছিল, সেই সময় দিলীপ কুমারকে জোরে আঘাত করে বসেন রাজকুমার, যার কারণেই দিলীপ কুমার খুব রেগে যান। এরপর থেকেই একসঙ্গে কাজ করা তো দূর, একে অপরের মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায়।

৩২ বছর পর তীব্র অনীহা সত্ত্বেও ‘সওদাগর’ ছবিতে আবারো একসাথে কাজ করেন এই দুই অভিনেতা। যদিও শ্যুটিংয়ের সময় প্রয়োজন ছাড়া আর কোনো বাড়তি কথাই বলতেন না তারা। তবে শোনা যায় এই ছবিটির পরবর্তী সময়ে দুজনের মধ্যেকার সম্পর্ক অনেকটা ভালো হয়েছিল।