সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অর্থের জন্যই গু’ট’কা-পানমশালার বিজ্ঞাপন করি, বিগ-বির ক’থা’য় সমালোচনার ঝ’ড়

তিনি নিজেই একজন ইন্ডাস্ট্রি। তার পরিবারকে সম্মান করেন না এমন মানুষ বলেই পৃথিবীতে দেখতে পাওয়া যাবে না। শুধুমাত্র ভারতবর্ষে নয় বিদেশের মাটিতেও তাঁকে সম্মান করেন সকলে। সিনিয়ার কেউ নয় আমাদের সকলের প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন।

সম্প্রতি একটি বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এলেন অমিতাভ বচ্চন। তিনি নাকি পান মশালার বিজ্ঞাপনে কাজ করেন অর্থের জন্য। মানুষের মতো ক্ষতিকারক জিনিসের বিজ্ঞাপন কি করে করেন তিনি? তার এই বিজ্ঞাপনের জন্য মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে যাচ্ছে। সামাজিক দায়বদ্ধতা থাকা সত্ত্বেও কেন তিনি এই কাজ করেন? এমন অনেক প্রশ্ন তার দিকে ছুটে এসেছিল।

Fan asks Amitabh Bachchan the reason behind endorsing pan masala, KBC 13  host says: 'I get money for it' | Bollywood - Hindustan Times

উত্তরে তিনি বললেন, আমি ক্ষমাপ্রার্থী। কোন ব্যবসাতেই যদি কারোর ভালো হয়, তাহলে এটা ভাবা উচিত নয় যে কেন আমি তার সঙ্গে যুক্ত হচ্ছি। ব্যবসাতে নিজের ব্যবসার দিকটাও দেখতে হয় অবশ্যই। আমি এই বিজ্ঞাপন করতে টাকা পাই। এই বিজ্ঞাপন তৈরি করার পেছনে বহু মানুষের রুজি-রুটি জড়িয়ে রয়েছে। তাই সব বিজ্ঞাপনকে ভালো অথবা খারাপভাবে নেওয়ার দায়িত্ব আপনাদের।

অমিতাভ বচ্চনের এই উত্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাওয়া গেছে জনগণের মধ্যে। অনেকেই অমিতাভ বচ্চন কে সমর্থন করেছেন অনেকে আবার করেননি। অনেকের মতে, এটা শুধুমাত্র একটি অজুহাত। অর্থের বিনিময়ে তিনি অন্য কোনো বিজ্ঞাপনে অভিনয় করতে পারতেন।

এর আগেও পান মশলা বিজ্ঞাপনে মুখ দেখানোর জন্য অজয় দেবগন এবং শাহরুখ খানকে অপদস্ত করেছিলেন মুকেশ খান্না। সেখানেও প্রায় একই বক্তব্য ছিল। কেন কোনো সামাজিক দায়বদ্ধতা পালন করেন না তারা। যদিও উত্তরের শাহরুখ খান অথবা অজয় দেবগনের তরফ থেকে কোনো কথা শুনতে পাওয়া যায়নি।