Home দেশ দার্জিলিংয়ে ছু’ট’বে হাইড্রোজেন ট্রেন! ব’ড় চ’ম’ক রেলমন্ত্রীর

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দার্জিলিংয়ে ছু’ট’বে হাইড্রোজেন ট্রেন! ব’ড় চ’ম’ক রেলমন্ত্রীর

দূষণ নিয়ন্ত্রণে বারবার ভারতীয় রেল নানা উদ্যোগ নিয়েছে। যার ফলে ডিজেল চালিত ইঞ্জিনের পরিবর্তে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন ট্রেন চলবে এবার। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের ঘোষণা করলেন।

চলতি বছর ডিসেম্বরের মধ্যেই তা তৈরি হয়ে যাবে। কালকা-সিমলার ঐতিহাসিক রুটে এই ট্রেন চলবে। হাইড্রোজেন-চালিত ট্রেনের এই প্রযুক্তি সারা বিশ্বে খুব কমই আছে। আসলে এই ট্রেন চালানোর খরচই এর সবচেয়ে বড় বাধা। তবে এই জাতীয় ট্রেনের মাধ্যমে সবুজ পৃথিবী গড়ে তোলার বার্তা দিচ্ছে ভারত।

এই হাইড্রোজেন চালিত ট্রেনগুলির নাম দেওয়া হয়েছে ‘বন্দে মেট্রো’। প্রাথমিকভাবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, নীলগিরি মাউন্টেন রেলওয়ে, কালকা সিমলা রেলওয়ে, মাথেরান হিল রেলওয়ে, কাংরা উপত্যকা, বিলমোরা ওয়াঘাই এবং মারওয়ার-দেবগড় মাদ্রিয়ার মতো ঐতিহাসিক, ন্যারো-গেজ রুটে এই ট্রেন চলবে।

আরো খবর: পুরানো গাড়ি কবে থেকে বা’তি’ল হবে? বাজেটে ঘো’ষ’ণা হলো সময়সীমা

এর ফলে প্রাকৃতিক সৌন্দর্য্যের স্থানের ট্রেনগুলি আরও পরিবেশ বান্ধব হবে। ডিজেল ইঞ্জিনের পরিবর্তে হাইড্রোজেন ফুয়েল সেলের মাধ্যমে এই ট্রেন চলবে।