সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বলাগড়ে গঙ্গার জলে ভে’সে বে’ড়া’চ্ছে কয়েকশো দলিল! ন’থি গু’লো কিসের?

গঙ্গার জলে ভেসে বেড়াচ্ছে বান্ডিল বান্ডিল নথী। কিসের নথী? তবে সেই সব তুলে আনতেই চোখ একেবারে ছানাবড়া। আসলে রোজকার মতোই মানুষ নদীতে স্নান করতে যায়, কিন্তু এমন তাজ্জব কান্ড তারা এর আগে দেখে নি। যার কারণেই একটু অবাক হয়ে যায় তারা।

তারা দেখে যে দূরে নদীর জলে বান্ডিল বান্ডিল কাগজ ভেসে বেড়াচ্ছে। তবে সেগুলো কিসের কাগজ সেটা বোঝা না গেলেও, কৌতূহলী মানুষ সেগুলো তুলে নিয়ে আসে। আর সেগুলো তুলে আনতেই একেবারে হতবম্ব হয়ে যায় তারা। তারা ভালো করে লক্ষ্য করে সেগুলো আসলে দলিল, তাও শয়ে শয়ে যেগুলোর মধ্যে বিভিন্ন দামের স্ট্যাম্প পেপারে লেখা রয়েছে।

গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটার পরেই এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্বাভাবিক ভাবেই সেই খবর চাউর হতেই, একেবারে ভিড় জমায় স্থানীয় মানুষেরা। স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী, যদি কাগজ গুলো মুর্শিদাবাদ থেকে ভেসে আসত তাহলে এতক্ষণে ভিজে নষ্ট হয়ে যেত।

আরো খবর: আমি মাত্র ২৪ ঘন্টায় রাশিয়া-ইউক্রেনের ল’ড়া’ই থামিয়ে দি’তে পা’রি, ট্রাম্পের দা’বি’তে আলোড়ন বিশ্বজুড়ে

তবে উদ্ধার করার পর মুর্শিদাবাদের দমকলের ঠিকানাও লেখা। যেটা নিয়ে ইতিমধ্যেই রহস্য দানা বাধছে। দলিল গুলোকে উদ্ধার করে পুলিশকে দেওয়া হয়েছে। এখন তারা তদন্ত চালাচ্ছে, যে দলিল গুলো আদৌ আসল না নকল।

তবে একটা কথা ভুলে গেলে চলবে না, বলাগড়ে এই দলিল উদ্ধার হয়েছে গঙ্গা থেকে, সেখানেই কিন্তু তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা শান্তনুর একটি বিলাসবহুল রিসর্ট রয়েছে। এবার সেই রিসর্ট এলাকা থেকেই এই বান্ডিল বান্ডিল দলিল উদ্ধার হয়েছে। তাহলে কি এর সাথে শান্তনুর কোনো যোগ সূত্র রয়েছে? সেটাই এখন দেখার।