সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব’ড়ো খবর, বাতিলদের পরিবর্তে Waiting List থেকে প্রার্থী নি’য়ো’গ ক’রা হবে, তা’লি’কা প্রকা’শ করলো SSC

কলকাতা হাইকোর্টের নির্দেশে ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল করা হয়েছে, যার ফলে নতুন করে শূন্য পদ তৈরি হয়েছে। যার কারণেই আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত প্রার্থী ওয়েটিং লিস্টে রয়েছে তারা এবার সুযোগ পাবে । তবে ও এম আর শিটে কোনো গন্ডগোল থাকলে সেটা বাতিল করা হবে।

গত শুক্রবার এসএসসির তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে ওয়েটিং লিস্টের প্রার্থীদের নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হল সবাই কি ডাক পেতে চলেছে শূন্য পদের জন্য? ওয়েটিং লিস্টে প্রার্থী সংখ্যা ১৪৪৪ জন।

তবে এস এস সির পক্ষ থেকে জানানো হয়েছে তালিকাটি সম্ভাব্য এবং তাতে প্রয়োজনীয় সংশোধন করা হতে পারে। আগামীতে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে । এই বিষয় নিয়ে এস এস সি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশে ১৯১১ জনের চাকরি বাতিল হওয়ার পর যে শূন্য পদ তৈরি হয়েছে।

আরো খবর: ৮ বাংলাদেশি গত একবছর ধ’রে ভারতে ঘোরাঘরি করছিলো, পা’ক’ড়াও করলো BSF

সেটা এবার পূরণ করার জন্য ওয়েটিং লিস্টে প্রার্থীদের সুযোগ দেওয়া হবে। কাউন্সিলের প্রক্রিয়া শেষ করার জন্য হাইকোর্টের তরফ থেকে ৩ সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

শিক্ষক নিয়োগের দুর্নীতি অভিযোগে মামলা চলছিল হাইকোর্টে বহুদিন থেকেই। একাধিক বেআইনি কার্যকলাপ সামনে এসেছে, যার কারণে সমস্ত ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনকে দায়ী করা হচ্ছে।