সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এক সময় ৬০ টা’কা বেতনে চাকরি করতেন মুখ্যমন্ত্রী মমতা

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেত্রী থেকে এখন রাজ্যের মুখ্যমন্ত্রী, বর্তমানে দেশের প্রথম সারির রাজনীতিবিদদের তালিকাতে উঠে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। কেন্দ্রীয় সরকারকে টেক্কা দিয়ে এখন দেশের আসন দখল করা তার লক্ষ্য।

এহেন মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়ি আর হাওয়াই চটি পরে রাজনীতি করছেন। তার সাদাসিধা ইমেজ বারবার চর্চার বিষয়বস্তু হয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পরেও নিজের সাদাসিধে ভাব তিনি পরিত্যাগ করেননি।

একের পর এক আন্দোলনে যোগদান করেছেন। একসময় স্কুলে শিক্ষকতা করতেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন মাসিক 60 টাকা বেতনে তিনি স্কুলে শিক্ষকতা করতেন।

আরো পড়ুন: ১৫ আগস্টের আগেই ইন্ডিয়া গেটে নেতাজির ৩০ ফুট মূ’র্তি বসবে, জোরক’দ’মে চলছে কাজ

বৃহস্পতিবার ভবানীপুরের কাঁসারিপাড়ার একটি শীতলা মন্দিরে উপস্থিত হয়ে তিনি তার পুরনো দিনের গল্প শুনিয়েছেন। কলেজে পড়ার সময় স্কুলের পড়াতেন মুখ্যমন্ত্রী। 60 টাকা বেতন নিয়ে তিনি শিক্ষকতা করতেন।

সেই সময় তার বাবা মারা গিয়েছিলেন। বেতনের টাকাটা বাড়িতে এসে মায়ের হাতে তুলে দিতেন। সেই স্কুল ইংরেজি মাধ্যম করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এদিন ভবানীপুরে উপস্থিত হয়ে ছোটবেলার স্মৃতিচারণ করে গিয়েছেন মুখ্যমন্ত্রী।

ওই শীতলা মন্দিরে এসে তিনি মাঝেমধ্যেই বসেন, সেকথাও জানিয়েছেন। ভবানীপুরের সব জাতি ধর্মের মানুষ রয়েছেন। বাঙালি ও বাঙালি হিন্দু মুসলিম গুজরাটি নয়, এই ভবানিপুরে সর্বধর্ম সমন্বয় লক্ষ্য করা যায়।

মুখ্যমন্ত্রী বলেছেন ছোট বেলায় তার বাবার হাত ধরে দুর্গাপুজোয় এখানে আসতেন। মুখ্যমন্ত্রী বলেছেন তিনি যেমন ঈদের দিন রোজা ভাঙ্গার অনুষ্ঠানে যান, তেমন পুজোতেও উপস্থিত হন।