সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হাওড়া-ব্যান্ডেল-আসানসোলকে বিমানবন্দরের আদলে সা’জি’য়ে তো’লা হ’বে

রেল স্টেশন না বিমানবন্দর সত্যি আপনি সেটা ধরতে পারবেন না। কারণ আগামী ২০২৬ সালের মধ্যে রেলস্টেশন কেমন ভাবে সাজিয়ে তোলা হবে যেটা থেকে আপনি মনে করবেন, আপনি হয়তো বিমানবন্দরে চলে এসেছেন। তবে সব রেলস্টেশন নয়, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুন আরোরা জানিয়েছেন , হাওড়া স্টেশনের ভবিষ্যৎ এবার বদলে যেতে চলেছে।

কারণ পূর্ব রেলের পক্ষ থেকে এমনটাই দাবি করা হচ্ছে যে, ২০২৬ সালের মধ্যে হাওড়া স্টেশন একেবারে বিমানবন্দরের মতো ঝা চকচকে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে উঠবে। অমৃত ভারত স্টেশন স্কিমের অন্তর্গত পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি স্টেশন কে আধুনিকীকরণ করার পরিকল্পনা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের হাওড়া, কলকাতা(চিৎপুর), ব্যান্ডেল এবং আসানসোল স্টেশনগুলোকে ২০২৬ সালের মধ্যে অত্যাধুনিক লুক দেওয়া হবে। ইতিমধ্যেই সমস্ত কিছু চূড়ান্ত হয়ে গেছে যার কারণে নকশাও রেডি।

আরো খবর: তিনিই প্রকৃত রাষ্ট্রনায়ক, প্রতিহিংসাপরায়ণ নয়, গুলাম নবী আজাদের মু’খে ফে’র মোদির প্রশংসা

আসানসোল স্টেশনের কথা যদি বলা যায় সেখানে থাকবে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য বিশাল, সুসজ্জিত ওয়েটিং লাউঞ্জ, স্পষ্ট সাইন এবং ডিজিটাল ডিসপ্লে সহ রিফ্রেশমেন্ট জোন ও আরও অনেক কিছু।

তবে হাওড়া স্টেশনকে একেবারে নতুনভাবে গড়ে তোলা একেবারেই মুখের কথা নয়। কারণ সেই স্টেশনে দৈনিক ১০ লক্ষ মানুষ যাতায়াত করে থাকে।

একটা অংশ বন্ধ রেখে আরেকটু অংশের কাজ চালানো সত্যি মুখের কথা নয়। তবে এত বড় চ্যালেঞ্জ হাতে নিয়েছে ভারতীয় রেল যেটা তারা করে দেখাবে।