সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“দিদি নম্বর-১”-এ কিভাবে যাবেন? কোথায় Apply করবেন? কোন লিঙ্কে ক্লিক করবেন?

জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নম্বর 1 প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে সমান ভাবে জনপ্রিয় হয়ে আসছে। আটটা সিজনের মতো 9 নম্বর সিজনেও সঞ্চালিকার ভূমিকায় রয়েছেন সকলের প্রিয় দিদি রচনা ব্যানার্জী। বলা যায় রচনা ব্যানার্জিই হলেন এই শো-এর প্রধান ইউএসপি। তাঁর সঞ্চালনা ছাড়া এই শো প্রাণহীন। বছরের পর বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তের সর্বস্তরের মহিলারা এই শো-তে অংশগ্রহণ করে আসছে এবং এই মঞ্চেই তারা তাদের জীবনের নানান ওঠা পড়া সুখ-দুঃখের কাহিনী সকলের সাথে ভাগ করে নেন।

সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও এই শো-তে সামিল হতে ভালোবাসেন। সিনেমা থেকে অবসর নেওয়ার পর রচনা ব্যানার্জীও ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছেন এই শো টির সাথে। বাংলার প্রতিটি মহিলাদের জন্য এই শো টি একটি ইনস্পিরেশন। প্রায় সকলেই চান একবার ‘দিদি নম্বর 1’ এর মঞ্চে উপস্থিত হয়ে রচনা ব্যানার্জীকে কাছ থেকে দেখবেন।

প্রতিদিন চারজন মহিলা এখানে আসেন এবং খেলার মাধ্যমে অনেক অনেক আকর্ষণীয় পুরস্কার জিতে নেন। তাই অনেক মহিলাই জানতে পারে চান কিভাবে ‘দিদি নম্বর 1’ এর মঞ্চে পৌঁছানো যায়। সেই ব্যাপারে সমস্ত বিস্তারিত তথ্যই রয়েছে আজকের প্রতিবেদনে। সবার প্রথমেই অডিশনের প্রয়োজন। কিন্তু সেখানে অনেকেই প্রতারণার সম্মুখীন হয়েছেন।

আরো খবর: আজ রবিবার, রাশি হিসেবে দেখে নিন কেমন কা’ট’বে আপনার দিন (05.03.2023)

অনেকেই মনে করেন ‘দিদি নম্বর 1’ এ যাওয়ার জন্য প্রচুর টাকা দিতে লাগে। ব্যাপারটা কিন্তু সেরকম একেবারেই নয়। তাই এই ধরণের ভাবনার কোনো কারণ নেই। তাহলে সেক্ষেত্রে প্রশ্ন হল দিদি নাম্বার ওয়ানে যাওয়ার উপায় কি? এই প্রশ্নের উত্তর দিয়েছেন স্বয়ং রচনা ব্যানার্জী।

কিছুদিন আগে পর্যন্ত ‘দিদি নম্বর 1’ এর অডিশনের জন্য মহিলাদের লম্বা লাইনে দাঁড়াতে হতো। কিন্তু সম্প্রতি কাজের সুবিধার্থে ‘দিদি নম্বর 1’ এর পক্ষ থেকে অনলাইনে একটি পোর্টাল চালু করা হয়েছে। সেখানে সকলে নিজেদের নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন। পোর্টালটি হল: https://garnierdidino1audition.com/ ।এই লিঙ্কে একটি রেজিস্ট্রেশন ফর্ম থাকবে।

সেটা পূরণ করলেই আপনি পেয়ে যাবেন এক বড়সড় সুযোগ। উল্লেখিত পোর্টালটিতে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর দিয়ে নাম নথিভুক্ত করে ইমেইল আইডি, জন্মতারিখ, মাস, সাল, বয়স জানাতে হবে।

এছাড়া শিক্ষাগত যোগ্যতা, পেশা, এমনকি পরিবারের সদস্য সংখ্যাও জানাতে হবে। সবশেষে আপনার ‘দিদি নম্বর 1’ এ যাওয়ার কারণ জানাতে হবে। এরপর ফর্ম সাবমিট করতে হবে। আপনার ফর্মটি সেখান থেকে সিলেকশন হলে আপনাকে অডিশনের জন্য ডাকা হবে। বিস্তারিত জানতে হলে

https://didino1-loreal.blogspot.com/2023/02/terms-conditions-zee-entertainment.html এই লিংকটি ফলো করুন।