Home অফবিট কিভাবে য’ত্ন করলে বহু বছর ধ’রে নতুন থাকবে আপনার বি’য়ে’র বেনারসি?

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কিভাবে য’ত্ন করলে বহু বছর ধ’রে নতুন থাকবে আপনার বি’য়ে’র বেনারসি?

সব পুজো কেটে গেল। এখন বাতাসে শীতের গন্ধ। আর শীত মানেই জমজমাট বিয়ের মৌসুম। বিয়ে মানে আবার নানান প্রস্তুতি। বিশাল বড় উদযাপন। বিয়ের দিন পরনে লাল বেনারসিতে তার রূপই থাকে সম্পূর্ণ অন্যরকম। কনের সাজে তাকে এতটাই সুন্দর দেখায় যে তার দিক থেকে একেবারে চোখ ফেরানো যায় না।

বাঙালিদের বিয়ে মানেই কনের পরনে বেনারসি এ যেন এক অন্যরকম ঐতিহ্য। কিন্তু এই শাড়ি তো বারবার পরার সুযোগ হয় না। তাই একবার পরার পরেই তার ঠাঁই হয় আলমারিতে। আর ঠিক সেই কারণেই এর সঠিক যত্ন নিতে হবে। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে যত্ন নেবেন নিজের সাধের বেনারসির।

১) রোদে না দেওয়া – রঙিন বেনারসি শাড়ি কোনো দিন রোদে দেওয়া উচিত নয়। কারণ সরাসরি রোদ এই শাড়ির ক্ষতি করে। শাড়ির রং হালকা হয়ে যেতে পারে। এমনকি নকশাও নষ্ট হয়ে যেতে পারে। তার চেয়ে শাড়ি ছায়ায় মেলে দিন, যেখানে সূর্যের তাপ থাকলেও সরাসরি রোদ থাকে না। কিছুক্ষণ পর শাড়ি তুলে নিয়ে আলমারিতে গুছিয়ে রাখুন।

আরো পড়ুন: ভ’য়া’ন’ক ভাইরাস অ্যা’টা’ক মোবাইলে, এই Apps গুলো এখনই Uninstall করুন

২) বেনারসি না কাচা – যেহেতু বেনারসি শাড়ি খুব কম পরা হয়, তাই এই শাড়ি বারবার কাচতে লাগে এ
না। আর এই বেনারসি শাড়ি একান্তই কাচার প্রয়োজন হলে তা লন্ড্রিতে পাঠান। বেনারসি শাড়ি শুধুই ড্রাই ক্লিনিং করতে হয়। অবশ্য শাড়িতে যদি খুব কড়া দাগ না লাগে তাহলে এই শাড়ি ড্রাই ক্লিন করারও প্রয়োজন পড়ে না। ভুল করেও বাড়িতে কখনও কাচা উচিত নয়।

৩) প্রত্যেক শাড়ি আলাদা করে রাখা – অন্যান্য সিল্ক শাড়ির সঙ্গে মিলিয়ে বেনারসি রাখা ঠিক নয়। শুধু তাই নয়, দুটি বেনারসি পর পর রাখলেও খেয়াল রাখা দরকার যাতে একটি শাড়ির সঙ্গে অন্য শাড়ির ঘষা না লেগে যায়। এতে শাড়ি দ্রুত খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বেনারসি শাড়ি ভালো রাখতে হলে আলাদা আলাদা রাখাই শ্রেয়।

৪) সুতির কাপড় মুড়িয়ে রাখা – দোকানে শাড়ি কিনতে গেলে দেখবেন, একের ওপর এক সারি সারি বেনারসি শাড়ি রাখা রয়েছে। কিন্তু প্রত্যেক শাড়ি আলাদা করে কাপড় দিয়ে মোড়া। অর্থাৎ বেনারসি যত্ন করে রাখতে হলে বাড়িতে পুরনো সাদা সুতির কাপড় মুড়িয়ে আলমারিতে তুলে রাখুন।

৫) হ্যাঙার ব্যবহার না করা – ধাতব হ্যাঙারে এই শাড়ি ঝুলিয়ে রাখলে শাড়ি খারাপ হয়ে যায়। অনেক সময় শাড়িতে দাগও পড়ে যায়। এ ছাড়া ঝুলিয়ে রাখলে কাপড়ে টান পড়ে। তবে সুতি কাপড়ে মুড়িয়ে প্লাস্টিকের হ্যাঙারে বেনারসি রাখা যেতে পারে।

৬) সরাসরি ইস্ত্রি ব্যবহার না করা – বেনারসি শাড়ি বাড়িতে ইস্ত্রি করতে হলে একটি সুতি কাপড় শাড়ির ওপর রেখে তবেই ইস্ত্রি করুন।