সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিমান স’ফ’রে মালপত্রের জন্য বাড়তি টা’কা দেওয়ার থেকে বাঁ’চ’বে’ন কিভাবে? রইলো টো’ট’কা

কোথাও বেড়াতে যাওয়ার কথা শুনলে যেমন আনন্দ হয় তেমনই দুশ্চিন্তা শুরু হয়ে যায় কিভাবে ব্যাগপ্যাক করবেন সেই ভেবে। কি ঠিক বললাম তো! আবার প্লেনে যেতে গেলে তো বেশ কিছু নিয়ম মানতে হবে।

দেশের মধ্যে ১৫ কিলোর বেশি জিনিস নেওয়া যাবে না। এর থেকে বেশি হলেই গুণতে হবে টাকা। কিন্তু একটা কথা ভেবে দেখেছেন!

বেড়াতে যাওয়ার আগেই যদি স্যুটকেসে ১৫ কিলো মাল ভর্তি করে নেন, তাহলে যেখানে বেড়াতে যাচ্ছেন সেখানে শপিং করে সেই সব জিনিস সাথে করে আনবেন কি করে? আর বাড়তি টাকা দিতে কারই বা ভালো লাগে বলুনতো!

তাহলে কি করা যায় সেই ভেবেই আকুল হন অনেকে। তাই প্যাকিং করার সময় একটু বুদ্ধি কাজে লাগান। দেখবেন আপনার সব সমস্যার সমাধান এক চুটকিতেই হয়ে গেছে। বেড়াতে যাওয়ার আগে কিভাবে পরিপাটি করে ব্যাগ গোছাবেন তারই কিছু টিপস রইল আজকের প্রতিবেদনে।

আরো পড়ুন: বৈশাখী চতুর্দশীতে এই নিয়মগুলো মে’নে চলুন, বহু রো’গ থেকে পাবেন মু’ক্তি!

১) জামা-কাপড় রোল করে রাখুন: স্যুটকেস গোছানোর সময় জামাকাপড় রোল করে নিন, তাতে আপনার জায়গাও খানিকটা বাঁচবে, আবার জামাকাপড়ে ভাঁজও পড়বে না।

২) জামা-কাপড়ের জন্য অরগানাইজার ব্যবহার করুন: জামা-কাপড় সরাসরি ব্যাগে না ভরে এক-একটি অরগানাইজারে এক এক ধরনের জামা-কাপড় ভরে রাখলে হাতের কাছে যেমন সব জিনিস গোছানো থাকবে, তেমনই ব্যাগে অনেক জায়গাও বাঁচবে।

৩) প্যাকিং কিউব কিনে নিতে পারেন: জিনিসপত্র জায়গায় রাখার জন্য প্যাকিং কিউব বেশ সুবিধেজনক। এই প্রকার প্যাকিং কিউব ব্যবহার করলে অনেক অল্প জায়গায়তেও অনেক প্রয়োজনীয় জিনিস অনায়াসে গুছিয়ে নেওয়া যায়।

৪) ভ্যাকিউম ক্লিনার ব্যবহার করুন: পোশাক সরাসরি একটির উপর অন্যটি না চাপিয়ে এক-একটি স্তরের মাঝেমাঝে পলিথিনের কাগজে রাখুন। আর তারপর ভ্যাকিউম ক্লিনারের সাহায্য পলিব্যাগের ভিতরের সমস্ত বায়ু বার করে নিন, দেখবেন ব্যাগে আরও অনেক জায়গা পাবেন।

আরো পড়ুন: বৈশাখী চতুর্দশীতে এই নিয়মগুলো মে’নে চলুন, বহু রো’গ থেকে পাবেন মু’ক্তি!

৫) অতিরিক্ত ব্যাগ সঙ্গে রাখুন: একটি অতিরিক্ত ফোল্ডিং ব্যাগ সঙ্গে রাখুন। তবে ব্যাগটি যেন হালকা হয় এবং যাতে গুটিয়ে মূল ব্যাগের সঙ্গে নিয়ে নেওয়া যায় সেই কথা খেয়াল রাখবেন। অনেক সময় বাইরে ঘুরতে গেলে টুকিটাকি কেনাকাটা তো লেগেই থাকে। সেই সব বাড়তি জিনিসপত্রের জন্য আলাদা ব্যাগ নিয়ে যাওয়াই সবচেয়ে ভালো। প্রয়োজনে ব্যাগটিকে ‘হ্যান্ড লাগেজ’ হিসেবেও সঙ্গে নিয়ে আসতে পারেন।