সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তৃণমূলের দুই হেভিওয়েট মন্ত্রী ও এক নেতার ক’তো সম্পত্তি রয়েছে? আয়কর দ’প্ত’রকে চি’ঠি দিলো CBI

তৃণমূলের তিনজন বড় নেতৃত্বের সম্পত্তির পরিমাণ খতিয়ে দেখতে চায় সিবি আই। যার মধ্যে সবার আগে রয়েছে পারথ চট্টোপাধ্যায়ের নাম, তাঁর পরেই পরেশ অধিকারী ও শেষে অনুব্রত মন্ডল।

ইতিমধ্যেই সিবি আই আয়কর দফতরকে চিঠি পাঠালো এই বিষয় নিয়ে। এস এস সি দুর্নীতি মামলায় নাম উঠেছে প্রথম দুজনের। আর তাঁর ঠিক পরেই এমন সিদ্ধান্ত গ্রহণ করল সিবি আই।

আসল ব্যাপারটা কি ঘটেছে? এদিকে গরু পাচার কান্ডের কারণে অনুব্রত মন্ডলকে জিজ্ঞাসাবাদ করেছে তাছাড়া ভোট পরবর্তী হিংসা নিয়েও চলেছে প্রশ্নবাণ। একেবারে সিবি আই এর আতস কাচের তলায় রয়েছে দুই তৃণমূল নেতা।

আরো পড়ুন: স্নান করেই কি সিঁথিতে সিঁদুর লাগাচ্ছেন? কি বলছে বাস্তু?

এস এস সি দুর্নীতি মামলা নিয়ে এবার চাপের মুখে পার্থ ও পরেশ। তাদেরকেও জেড়া করেছে সি বি আই। মোট কথা এই ধরনের কর্মকান্ডে তারা আর্থিক ভাবে লাভবান হয়েছে কিনা সেটাই এবার ক্ষতিয়ে দেখার চেষ্টা করছে সিবি আই।

সিবি আই সূত্রে জানা গেছে, যিনি নিজের মেয়ের নিয়োগে দুর্নীতি করেছেন, তিনি যে আরও এমন কাজ করে লাভবান হয় নি সেটা বলা যাচ্ছে না। এদিকে কারও যদি প্রচুর অর্থ না থাকে, তাহলে নিজের পোষ্যের জন্য আলাদা ফ্ল্যাট রাখা সম্ভব নয়।

তাছাড়া একের পর এক বাড়ি, ফ্ল্যাট, জমি, ফলের বাগান, ফার্ম হাউজ, স্কুল সব কিছুই রয়েছে। তাই এবার সিবি আই আয়কর দফতরকে চিঠি পাঠিয়েছে এদের সম্পত্তির পরিমাণ জানার জন্য।

এদিকে আজ ভোট পরবর্তী হিংসার মামলায় অনুব্রত মন্ডলকে সিবি আই তলব করেছিল কিন্তু আজ তিনি চিঠি লিখে জানিয়েছেন তিনি আজ যেতে পারবে না, তারপরেই এমন সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।