সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কতো টা’কা’র বই বিক্রি হলো এবারের বইমেলায়? চ’ম’কে উঠবেন টা’কা’র অ’ঙ্ক শুনলে

ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার , গত দুই বছরের টানাপোড়েনের পর এবার যে অনুষ্ঠিত হল এটাই একটা বিশাল ব্যাপার। কারণ গত দুই বছরের মধ্যে করোনার কারণে বইমেলা অনুষ্ঠিত হয়নি, যার কারণেই একেবারে মনমড়া ছিল বইপোকারা।

কিন্তু এইবারের বইমেলা সবার মন খারাপ দূর করে দিয়েছে । একেবারে হামলে পরেছে মানুষ। উপচে পরেছে ভিড়। যার কারণেই এইবারের বইমেলা যেন পুশিয়ে দিয়েছে গত দুই বছরের বইমেলার আনন্দ কে।

শুধু কি আনন্দ ও লোকের উপস্থিতির কথাই বলব? যে কারণে প্রকাশক থেকে শুরু করে বিভিন্ন গিল্ডের মানূজন আসে, অবশ্যই বই বিক্রি করতে। তাদের দিকটা যদি দেখা যায় লক্ষ্য করা যাবে, বিক্রির অঙ্কটা নেহাত কম নয়।

আরো পড়ুন: বড় খবর: বাগডোগরা এয়ারপোর্ট ১৪ দিন ব’ন্ধ থাকবে, জেনে নিন তারিখ

২০ কোটি টাকার বিক্রি করা হয়েছে বই , যা দেখে হয়তো গিল্ডও একেবারে অবাক। টানা দুই বছর বন্ধ ছিল বই মেলা করোনার কারণে , কিন্তু এরপরেই এত বিক্রি।সত্যি ভাবলেই অবাক লাগে।

৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, যেখানে তথ্য অনুযায়ী মানুষের সংখ্যা ১৮ লাখের কাছাকাছি ও তার সাথে তাল মিলিয়ে বিক্রিত বইয়ের মূল্য ২০ কোটি টাকা। সল্ট লেকের সেন্ট্রাল পার্কে আয়োজিত হয়েছিল এই বইমেলা, যেখানে গত রবিবার মানুষের ভিড় ছিল শেষদিনে মানুষের ভিড় ১-১.৫ লক্ষের মতো।

তাহলে বোঝাই যায় মানুষের উন্মাদনা বই নিয়ে। যেখানে মানুষ সারাদিন মোবাইলে মুখ গুজে থাকে সেখানে এমন ধরনের তথ্য উঠে আসলে সত্যি খুব ভালো লাগে।

আরো পড়ুন: “খু’নি মৌমাছি” মানুষই তৈরি করেছিল! কিভাবে এটি মা’রা’ত্ম’ক রূ’প নিলো জেনে নিন

কারণ যেখানে বারবার শোনা যায় বই আর কে পরে? বাংলা সাহিত্যের অবনতি ঘটেছে। সেখানেই ২০ কোটি বাকি বিক্রি যেন তার উত্তর টা দিয়ে দেয় সহজেই।

এবারের যেমন বইমেলার থিম দেশ ছিল বাংলাদেশ, সেই হিসেবেই বাংলাদেশের বইকে বেশী গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু শোনা যাচ্ছে আগামী বছর ছিল বইমেলার থিম দেশ হতে চলেছে স্পেন। যা কর্তৃপক্ষ এর তরফ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে।