সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সারাদিনে কতবার বলেন “OK”? ফুল ফ’র্ম জানেন কি?

আমরা নানা কারণেই ঠিক আছে বলতে গিয়ে ok শব্দটি ইউজ করে থাকি। কিন্তু অনেকেই জানি না এই শব্দের পূর্ন বাক্যের মানে কি। আজকালকার দিনে এটা খুব প্রচলিত শব্দ হয়ে দাঁড়িয়েছে। কথায় কথায় ওকে শব্দটা আমরা বলে থাকি। বিশেষ করে বাচ্চারা বা কলেজ পড়ুয়ারা এই শব্দ ব্যাবহার করে থাকে।

কিন্তু রিপোর্ট বলছে, সমীক্ষা করে দেখা গিয়েছে, ‘OK’ শব্দটি ব্যবহার করা প্রায় ৯৯ শতাংশ মানুষই এই শব্দটির ফুল ফর্ম জানেন না। শব্দটি ব্যবহার তো করেন, কিন্তু সেইসঙ্গে শব্দটির ফুল ফর্ম জানাটাও কিন্তু জরুরী এবং সেইসঙ্গে জানা থাকলে, আপনি কোন অপ্রস্তুত পরিস্থিতিতেও পড়তে পারবেন না।

তাই জেনে নিন ‘OK’ শব্দটির ফুল ফর্ম কি। এই ওকে শব্দের ফুল ফর্ম হল ‘Oll Korrect’ বা ‘Olla Kalla’। তাই এক কথায় সবঠিক বোঝানোর জন্য ‘OK’ শব্দটি ব্যবহার করা হয়। এগুলো হল গ্রীক শব্দ।

আরো খবর: বেজিংকে চা’পে রাখতে চীন সীমান্ত বরাবর ৩৭ টি নতুন রাস্তা বা’না’চ্ছে ভারত!

শুধু তাই নয় এছাড়াও লাতিন শব্দের সংকোচিত রূপ i.e / e.g। এক্ষেত্রে i.e-র ফুল ফর্ম id est। অন্যদিকে e.g-র ফুল ফর্ম exempli gratia। ইংরেজিতে দ্যাট ইজ কথাটি বোঝানোর জন্য i.e ব্যবহার করা হয়ে থাকে।

আবার ইংরেজিতে ফর এক্সামপেল কথাটি বোঝানোর জন্য ব্যবহার করা হয় e.g। আবার PIN কথাটিও আমাদের কাছে বহুল প্রচলিত। এই শব্দের মানেটাও অনেকে জানে না। এই pin ফুল ফর্ম হল Personal identification number। Ei সবগুলোর ফুল ফর্ম জানা অত্যন্ত জরুরি।