সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কিয়ারার বি’য়ে’র লেহেঙ্গা বা’না’তে কতো হাজার ঘন্টা লেগেছে? কি ব’সা’নো হয়েছিলো পোশাকে?

চলতি মাসেই রাজস্থানে সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদ্ভানি। রূপকথার সেই বিয়ের সাক্ষী ছিল তাদের পরিবার থেকে ঘনিষ্ঠ মহল। সম্প্রতি কিয়ারা instagram এ তার ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বিয়ের কিছু ঝলক। সংগীত অনুষ্ঠানে কেমন সেজেছিলেন অভিনেত্রী সেটাই ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিশেষ করে তার লেহেঙ্গা যেন তার সৌন্দর্য সিংহভাগ বাড়িয়ে দিয়েছে। সোনালী রঙের একটা লেহেঙ্গা। দীপিকা ক্যাটরিনা অনুষ্কারদের থেকে সম্পূর্ণ আলাদা। এই পোশাকের নকশা করেছেন পোশাক শিল্পী মনিশ মালহোত্রা। এই লেহেঙ্গার বিবরণ দিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন মনিশ।

তিনি জানিয়েছেন এই লেহেঙ্গার গোটা গায়ে রয়েছে চুমকি এবং জরির কাজ। সম্পূর্ণ নকশা করতে সময় লেগেছে চার হাজার ঘন্টা। দূর থেকে দেখলে এই লেহেঙ্গাটির সোনালী এবং রুপোলি ঝলক চোখে পড়বে। কাছ থেকে নয় বরং দূরে গেলেই বোঝা যাবে এর সৌন্দর্য আর এফেক্ট। এইটি তৈরি করতে ৯৮ হাজার স্বরোস্কি পাথরের ব্যবহার করা হয়েছে।

আরো খবর: হাসি কিছুতেই থা’ম’ছে না, বি’র’ল অসুখ কিশোরের, ক’রা হলো রোবোটিক অ’স্ত্রো’প’চা’র

কুন্দন সোনা প্লাটিনাম নয় বিয়ের প্রতিটি সাজেই কিয়ারা পড়েছিলেন হীরের গয়না। সংগীতের দিন তার গলায় ছিল একটা বড় হীরের নেকলেস। তার সঙ্গে ছিল একটা রুবির পেন্ডেন্ট। গয়নাও ছিল মনীষের কালেকশন।

কিন্তু প্রশ্ন উঠছে তার রিসেপশন নিয়ে। সংগীত মেহেন্দি কিংবা বিয়েতে এত জমকালো সাজার পরেও রিসেপশনে কেন আড়ম্বরহীন সাজ! তার পরনে ছিল একটি সাদা ও কালো রঙের গাউন। মাথায় বাঁধা ছিল একটা হাত খোপা। আর কোন গয়না নয় শুধু গলায় ছিল একটি পান্নার নেকলেস।