সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লোকাল ট্রেনে ওঠার সময় কিভাবে নিজেকে সু’র’ক্ষি’ত রাখবেন?

ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলা। এবার স্কুল-কলেজের পাশাপাশি লোকাল ট্রেন চলাচলের বিষয়েও অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। অতএব সাধারণের দীর্ঘদিনের দাবি মেনে এবার খুব তাড়াতাড়িই লোকাল ট্রেন চলাচল করতে শুরু করবে সাধারণের জন্য। যদিও এতদিন অবশ্য লোকাল ট্রেন স্পেশাল ট্রেনের নাম নিয়ে চলেছে। তবে তাতে সাধারণ মানুষের ওঠার অনুমোদন ছিল না।

এখন যখন স্কুল-কলেজ খুলছে, অফিস-কাছারিও আগের মতোই খুলে গিয়েছে, তখন আর লোকাল ট্রেন চলাচলের ক্ষেত্রে বাঁধা থাকছে না। বিশিষ্ট চিকিৎসক কুনাল সরকারের মতে লোকাল ট্রেন চলাচলের কারণে সংক্রমণ বাড়ছে এমন কোনো প্রমাণ মেলেনি। তাই লোকাল ট্রেন চলাচলের এই সিদ্ধান্তকে তিনি সময়োপযোগী সিদ্ধান্ত বলেই মনে করছেন। তবে তিনি লোকাল ট্রেনে সাধারণের অবশ্যপালনীয় কিছু নিয়মের উল্লেখ করেছেন।

কুনাল সরকারের মতে, কোনভাবেই ভিড় বাসে বা ট্রেনে ওঠা যাবে না। বাস বা ট্রেন ধরার থাকলে অবশ্যই সময় নিয়ে বেরোতে হবে। নিত্যযাত্রীদের দুটি করে মাস্ক ব্যবহার করতে হবে এবং অবশ্যই সকলকে টিকার দুটি ডোজ নিয়ে নিতে হবে। বারংবার হাত স্যানিটাইজ করা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। সঙ্গে সামাজিক দূরত্ববিধিও পালন করতে হবে।

পুজোর সময় হুজুগে গা ভাসিয়েছিল বাঙালি। যে কারণে রাজ্যে সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে। এখন আর তেমনটা করা চলবে না বলেই মনে করছেন কুনাল সরকার। সকলকে যথাযথ করোনা বিধি মেনেই চলাচল করতে হবে।