সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হিন্ডেনবার্গের রি’পো’র্টে আদানির পর এই কোম্পানির শেয়ার দ’র হু হু করে নামলো!

আজকালকার দিনে টাকা বিনিয়োগ করার জন্য একটি জনপ্রিয় মাধ্যম হলো শেয়ার মার্কেট। এই জায়গায় অনেক বড়ো বড়ো কোম্পানি বিজনেস করেন, টাকা বিনিয়োগ করেন। আর সেরকম বিশাল বিজনেসম্যানদের মধ্যে অন্যতম হলেন গৌতম আদানী। সম্প্রতি শেয়ার মার্কেট পড়ে যাওয়ার জন্য তাঁর অনেক লস হয়েও গিয়েছে।

তার পরে আবার আমেরিকান শর্ট সেলার ফার্ম হিন্ডেনবার্গ রিসার্চ প্রযুক্তি প্রতিষ্ঠান ব্লক ইনকর্পোরেটেডের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ উঠেছে এই নিয়ে। হিন্ডেনবার্গ রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, জালিয়াতি করে ব্যবহারকারীর সংখ্যা বাড়িয়েছেন ট্যুইটারের প্রাক্তন সিইও জ্যাক ডরসির মালিকানাধীন সংস্থা ‘ব্লক’।

এছাড়াও রিপোর্ট থেকে আরো জানা গেছে যে, ব্লক ইনকর্পোরেটেডের শেয়ারে বড় পতন হয়েছে। মার্কিন বাজারে আতঙ্ক, কোম্পানির শেয়ার ২০ শতাংশ পর্যন্ত নেমে গেছে। জ্যাক ডরসি, সোশ্যাল মিডিয়া কোম্পানি টুইটারের সহ-প্রতিষ্ঠাতা, ২০০৯ সালে ব্লক ইনক প্রতিষ্ঠা করেন।

আরো খবর: IPL-র আগে মহা অফার! নতুন সব প্রিপেইড প্ল্যান নি’য়ে হা’জি’র Jio

আদানি গোষ্ঠীর উপর প্রকাশের মাত্র দুই মাস পরে, হিন্ডেনবার্গের প্রতিষ্ঠাতা গত ২৩ শে মার্চ ২০২৩ এর ভোরে ট্যুইট করে নতুন উদ্ঘাটনের কথা বলেছিলেন। এই ট্যুইটে কোম্পানি নতুন রিপোর্ট আসার কথা বলেছিল। জানিয়ে রাখি, হিন্ডেনবার্গের একটি মার্কিন শর্ট সেলার গবেষণা সংস্থা রয়েছে।

এইদিকে হিন্ডেনবার্গের ওয়েবসাইটে দেখা গিয়েছে, ‘২ বছরের তদন্তের পর যে উপসংহারে আমরা পৌঁছেছি, তাতে করে যে ব্লক পদ্ধতিগতভাবে জনসংখ্যার এমনভাবে সুবিধা নিয়েছে যা অন্যায্য ছিল’।

প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, এই কোম্পানি বিনিয়োগকারীদের বিভ্রান্ত করছে এবং বাস্তবতা নিয়ে খেলা করেছে। প্রতিষ্ঠানটির ক্যাশ অ্যাপের কার্যক্রমে অনেক ত্রুটি রয়েছে বলে অভিযোগ রয়েছে।