সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পরী’ক্ষায় অকৃ’ত’কা’র্য হয়ে স্কুলে’র সামনে বি’ক্ষো’ভ উচ্চ’মাধ্যমিক প’ড়ু’য়া’দে’র

পরীক্ষায় অকৃতকার্য হয়ে স্কুলের সামনে বিক্ষোভ উচ্চমাধ্যমিক পড়ুয়াদের

মোট ৩৫% পড়ুয়া তারা উচ্চমাধ্যমিকে পাশ করতে পারেনি। তাই তাদের স্কুলের সামনে বিক্ষোভ, তাদের মে করেই হোক পাশ করাতে হবে। তাদের পাশ করানো হয়নি, তাদের ইচ্ছে করেই ফেলি করানো হয়েছে। এটাই তাদের দাবি, সেই কারণেই তাদের মুখে স্লোগান শোনা গেছে বিদ্যাসাগর হায়, হায়, ও শিক্ষাব‌্যবস্হা হায় হায়। তাদের হাতে এই স্লোগানের সময় ছিল তৃণমূলের পতাকা। এই পতাকা সহ তাদের বিক্ষোভ দেখে আবার চুপ থাকতে পারেনি বিরোধীরা। তারাও কটাক্ষ শুরু করেছে। শিলিগুড়ির বাগডোগরার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যালয়ের ফেল করা ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ করতে দেখা গেছে।

যা দেখে সত্যি অবাক হয়েছে অনেকেই। পড়ুয়ারা তাদের ত্রুটির কথা চিন্তা না করে কিভাবে তারা বিক্ষোভ করে চলেছে ? এই নিয়ে সেই বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছে, আসলে তাদের হাতে কিছুই নেই। পরীক্ষাটা বোর্ডের, তাই তাদের কিছুই করার নেই। তবে হ্যাঁ তারা চাইলে স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারেন। গতকাল শনিবার তৃণমূলের পতাকা হাতে পড়ুয়ারা একত্র হয়েছে স্কুলের সামনে। এই খবর পেয়ে সেখানে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ, পরে অবশ্য তাদের বুঝিয়ে বাড়ি পাঠায় পুলিশ।

এই অবস্হা নিয়ে তৃণমূল জানায় , সত্যি খারাপ লাগছে এত ছোট বাচ্চাদের টেনে রাজনীতি করা হচ্ছে।নোংরা রাজনীতির শিকার হচ্ছে তারা। সামনেই নির্বাচন, তাই তাদের শাসক দলের পতাকা পেতে কোনো অসুবিধা হয়নি। তাদের হাতে শাসক দলের পতাকা ধরিয়ে দিয়ে বিক্ষোভ করানো হচ্ছে।এটি একটি অপরাধমূলক কাজ, যা বিজেপি ছাড়া আর কেই বা করতে পারে?

কিন্তু এই কথার পরে বিজেপিও চুপ করে থাকেনি। বিজেপি জানিয়েছে, এই ধরনের ঝান্ডার রাজনীতি করেনা। বাচ্চারা হাতে কোন দলের পতাকা নিয়ে আছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে। তাই তাদের কর্মকান্ড নিয়ে আমার বলার কিছুই নেই। তবে এই ধরনের নোংরা রাজনীতি বিজেপি করে না।