সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রবীন্দ্র সংগীত গেয়ে নেটিজেনদের রো’ষে’র মু’খে হিরো আলম, দিলেন বা’র্তা

হিরো আলম নামটা নিশ্চয়ই কেউ প্রথমবার শুনছেন না, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা গায়ক হিরো আলম। সম্প্রতি ইউটিউবে গান করে দারুণ জনপ্রিয়তা পেয়েছে হিরো আলম। তার জনপ্রিয়তা বর্তমানে দুই বঙ্গে ছাপিয়ে উঠেছে।

একের পর এক গান করে দারুণ ভাইরাল হয়েছেন সোশ্যাল । সম্প্রতি একটি রবীন্দ্রসঙ্গীত করে মানুষের রোষের মুখে পড়েছে হিরো আলম। আমারো পরানো যাহা চায় , গানটি করে দারুন সমালোচনার সৃষ্টি করেছেন তিনি।

তবে অন্য সমস্ত গান করলেও মানুষ রবীন্দ্রসংগীতকে তার গলায় মেনে নিতে পারেনি। যে কারণে শুরু হয়েছে বিতর্ক। তার এই বেসুরো গলায় গান, মানুষ একটা সময়ে হাস্যকৌতুক এর জায়গায় স্থান দিলেও, রবীন্দ্র সংগীতকে নিয়ে ছিনিমিনি করাটা কোনভাবেই বাঙালির পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।

তাই এই রোষের মুখে পড়তে হয়েছে হিরো আলম কে, সম্প্রতি বাংলাদেশ সংবাদমাধ্যমকে সংগীত শিল্পী বেলাল খান জানিয়েছেন , হিরো আলমের কন্টাক্ট একেবারে মানহীন। তার শিল্পের কোনো দাম নেই।

তার এই সৃষ্টিতে দেশ ও জাতির কোনো উপকার হবে না। বর্তমানে সে নিয়মিত বাণিজ্যিক ভাবে এই সমস্ত কাজ করে চলেছে। তাই আমাদের সমস্ত কিছু তার এড়িয়ে যাওয়া উচিত।

কিন্তু এই নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পরেই হিরো আলম মুখ খুলেছে নিজে, তিনি জানিয়েছেন আসলে তিনি রবীন্দ্রসঙ্গীত গাইনি। আমি এর আগে অনেক গান গেয়েছি কিন্তু রবীন্দ্রসংগীত গাইনি।

আপনারা যেটা দেখছেন সেটা অল্প একটু গেয়েছি। একটা পিকনিকে গিয়েছিলাম সেখানে গেয়েছি। এভাবে রবীন্দ্রসঙ্গীত গাইলে তো আমার নামে মামলা হয়ে যাবে, তাই আমি রবীন্দ্র সংগীত গাইব না।