Home টেক নিউজ এ’লো রাজ্যের নিজস্ব অ্যা’প, টি’কা’র রেজিস্ট্রেশন করুন সহজেই, জে’নে নি’ন কিভাবে বুকিং...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এ’লো রাজ্যের নিজস্ব অ্যা’প, টি’কা’র রেজিস্ট্রেশন করুন সহজেই, জে’নে নি’ন কিভাবে বুকিং করবেন স্লট

করোনাকে পরাহত করার জন্য ভ্যাক্সিনেশন একমাত্র উপায়। ভ্যাক্সিনেশন এর রেজিস্ট্রেশন যাতে সঠিক উপায়ে হয় তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইতিমধ্যেই নির্দিষ্ট অ্যাপ্লিকেশন এবং ওয়েব পোর্টাল লঞ্চ করা হয়েছে। এবার এই বিষয়ে গতি আনার জন্য রাজ্য সরকারের তরফ থেকেও একটি অ্যাপ্লিকেশন সম্প্রতি লঞ্চ করা হলো। এই অ্যাপ্লিকেশনের নাম রাখা হয়েছে CVR অ্যাপ। এই অ্যাপ্লিকেশন মারফত এবার থেকে বাড়িতে বসেই নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন টিকা নিতে ইচ্ছুক ব্যাক্তি।

শুধু তাই নয় তারা তাদের প্রয়োজন মতো স্লট বুকিং করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে লঞ্চ করা কো-উইনের উপর একতরফাভাবে আর নির্ভর করে থাকতে হবে না। এছাড়াও হোয়াটসঅ্যাপ মারফত ভ্যাকসিন এর জন্য রেজিস্ট্রেশন করা যাবে বলে জানিয়েছে রাজ্য সরকার। 8335999000 নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠালেই ধাপে ধাপে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন রাজ্যবাসী।

সিভিআর অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিজের নাম ও পরিচয়পত্র দিয়ে রেজিস্টার করতে হবে প্রথমে। তারপর কোথায় এবং কবে ভ্যাকসিন নিতে চান তা নথিভুক্ত করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, CoWin-এর পালটা দিয়ে বেনভ্যাক্স নামের একটি পোর্টাল সম্প্রতি লঞ্চ করেছে রাজ্য সরকার। টিকা সংক্রান্ত গবেষণাতে সাহায্য করবে এই পোর্টাল।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যজুড়ে করা করোনা সতর্কতা বিধি চালু থাকায় আগের তুলনায় সংক্রমণের হার অনেকখানি কমেছে। গত ২৪ ঘণ্টায় সাড়ে ৩ হাজারের কিছু বেশি মানুষ সংক্রমিত হয়েছেন বলে জানা যাচ্ছে। তার সঙ্গে কমেছে মৃত্যুর হার। দ্রুত হারে টেস্টিং এবং টিকাকরণের মাধ্যমে করোনাকে প্রতিহত করতে চায় রাজ্য।