সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতা ও দক্ষিণবঙ্গ জুড়ে ভা’রী বৃষ্টিপাতের পূর্বাভাস, উৎসবের মরশুমে দু’র্যো’গের আ’শ’ঙ্কা

শহর কলকাতা সাতসকালে বৃষ্টিতে ভিজল, রবিবারও দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস। শনিবার বৃষ্টি রাজ্যের একাধিক জেলাতেও। শনিবার এবং আগামিকাল এমনই ভারী ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।এদিন সকাল থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভেজে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনার একাধিক এলাকা।

হাওয়া অফিস জানাচ্ছে, শনিবারের পর রবিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি এবং কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গত কয়েক দিন ধরেই ভারী বর্ষণের কারণে দিঘার সমুদ্র উপকূলে মৎস্যজীবীদের যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবারও তাঁদের সতর্ক করা হয়েছে।

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৮ ডিগ্রি। এদিন গোটা দিনই আকাশ থাকবে মেঘলা। আবহবিদরা জানাচ্ছেন, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয়বাষ্প তৈরি হচ্ছে। আর তার জেরেই উপকূল এলাকায় বাড়ছে বৃষ্টির পরিমাণ। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।