সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ই’চ্ছে ছিল ট্রেন চালক হওয়ার, সেই শখ থেকেই আ’স্ত ট্রেন বা’নি’য়ে ফেললেন এই ব্যক্তি

মানুষ স্বপ্ন দেখতে ভালবাসে, বিশেষ করে সেই স্বপ্নকে পূরণ করতে আরও বেশি ভালোবাসে। ছোটবেলা থেকেই ট্রেন চালক হওয়ার ইচ্ছা ছিল। পারিবারিক সমস্যার কারণে সেটা আর হয়ে ওঠা হয়নি।

পরিবারের আর্থিক সংকট যার কারণে পড়াশোনা বেশিদূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। কিন্তু তাই বলে কি স্বপ্নকে আটকে রাখা সম্ভব? নিজের ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য এবার সে নিল এক বড় পদক্ষেপ।

ট্রেন চালক হতেই হবে তাকে। মনের অদম্য ইচ্ছা শক্তির কারণে এবার বাড়িতেই বানিয়ে ফেললেন আস্ত ট্রেন। এই ট্রেন বানিয়েছেন হুগলির শ্রীরামপুরের প্রভাস আচার্য।

আরো পড়ুন: উদয়পুর হ’ত্যা’কা’ন্ড নিয়ে গা’ফি’ল’তি’র জন্য ৩২ পুলিশ অফিসারকে শা’স্তি

প্রভাস বাবুর এই ট্রেন একেবারে আস্ত যেন পূর্ব রেলের লোকাল ট্রেন। কোন প্লাটফর্ম দিয়ে ছেড়ে কোন প্লাটফর্মে দাঁড়াবে সমস্ত কিছুই যেন এখন প্রভাস বাবুর মাথায় ঘুরছে। একেবারে ট্রেনের ভেতরে সমস্ত কিছুই রিয়েলস্টিক মনে হবে আপনার।

সিগন্যাল লাইট থেকে, ট্রেনের ভেতরে হাতল, বসার আসন, জানালার সামনে বাফার সমস্ত কিছুই এক। ইস্পাতের তৈরি কয়েকটি লোহার চাকা যুক্ত ইলেকট্রিক ট্রেনের মডেল কয়েকটি বিক্রিও করেছেন ৬৫ বছরের এই প্রভাস বাবু।

কিন্তু বড় প্রকল্পটির ব্যবসায়ী রূপ দেওয়ার ক্ষমতা নেই তার। তিনি চান কোন এক উদ্যোগ প্রতি তার দিকে হাত বাড়িয়ে দিক। কারণ তার জ্ঞান ট্রেন শিল্পে বিপ্লবের স্বপ্ন দেখা, যেটা তিনি চোখ বুজে কিংবা চোখ মেলেও দেখতে পারেন।