সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২০ হাজারের বে’শি ট্রাক নিয়ে প্রধানমন্ত্রীর বাড়ি ঘেরাও, কো’নো রকমে পা’লি’য়ে বাঁ’চ’লে’ন তিনি

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে সপরিবারে ঘর ছাড়তে বাধ্য হলেন। অত্যাবশকীয় করোনা টিকা এবং অন্যান্য কিছু জনস্বাস্থ্যগত বিধিনিষেধ অবসানের দাবিতে রাজধানী শহর অটোয়াতে জমায়েত করেন হাজার হাজার বিক্ষোভকারী। ঘেরাও করা হয় প্রধানন্ত্রীর বাড়িও। এই বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন প্রায় ২০ হাজারেরও বেশি ট্রাক চালক।

Trucker 'Freedom Convoy' protests PM Justin Trudeau's vaccine mandates

২০ হাজারেরও বেশি ট্রাক চালক ট্রুডোর বাড়ি ঘেরাও করে ক্রমাগত হর্ণ বাজিয়ে প্রকাশ করেন নিজেদের বিরক্তি। প্রায় ৭০ কিলোমিটার রাস্তায় কনভয় তৈরি করেন তাঁরা।

Justin Trudeau: कॅनडाच्या पंतप्रधान निवासाला २०००० ट्रकनी घेरले; जस्टिन  ट्रूडो गुप्त ठिकाणी पळाले - Marathi News | Justin Trudeau Freedom Convoy:  Canada's PM's residence surrounded ...

একই সঙ্গে ঘেরাও করে ক্রমাগত হর্ণে তৈরি হয় প্রবল শব্দদূষণ। এই বিক্ষোভের জেরে রাস্তায় যানজট এবং শব্দদূষণে কার্যতই অতিষ্ঠ অটোয়াবাসী।

Canada: Protesters gherao PM's residence with trucks, Justin Trudeau hiding at secret place along with family | Dailyindia.net

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এহেন বিক্ষোভের হাত থেকে বাঁচতে সপরিবারে অজ্ঞাতবাসে গেছেন। তিনি কোথায় আছেন কেউই তা জানে না আপাতত। তবে তিনি ট্রাক চালকদের বিক্ষোভের নিন্দা জানিয়েছেন।

Canada PM Justin Trudeau leaves home over security concerns as truckers protest against vaccine mandates, World News | wionews.com

তাঁর দাবি, ট্রাকচালকরা বিজ্ঞান মানতে চাইছেন না। তাই নিজেদের সঙ্গে সঙ্গে অন্যদেরও ক্ষতি করছেন। অন্যদিকে আবার এই ট্রাক টেসলা কর্তা ইলন মাস্ক চালকদেরকেই সমর্থন জানিয়েছেন।