সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জনপ্রিয় অভিনেত্রীকে মেসেজ করে কু’প্র’স্তা’বে রা’জি হওয়ার নি’র্দে’শ, ভ’য়ে সিরিয়াল ছে’ড়ে দেন তিনি

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে তারকারা নানা মন্তব্য করলেও টলিউডের কাস্টিং কাউচের অভিযোগ খুবই কম। কয়েকজন অভিনেতা অভিনেত্রী ছাড়া এই নিয়ে আজ পর্যন্ত বিশেষ কেউ মুখ খোলেনি। এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ প্রিয়াঙ্কা মিত্র ওরফে ‘খড়কুটো’ ধারাবাহিকের চিনি।

‘খড়কুটো’র পাশাপাশি স্টার জলসার ‘মোহর’ সিরিয়ালের দিয়া চরিত্রেও দর্শকরা তাকে দেখতে পায়। তাঁর জনপ্রিয় হওয়া থেকেই দর্শক তাঁকে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখেছেন। তবে শোনা যায় একসময় বাংলা টেলিভিশনের নায়িকা হিসেবেই তিনি ছোটপর্দায় আসেন।

‘খড়কুটো’ ধারাবাহিকে রাজা গোস্বামীর বিপরীতে কাজ করছেন তিনি। তবে প্রথমে ‘ছদ্মবেশী’ ধারাবাহিকে রাজা গোস্বামীর বিপরীতেই নায়িকা হয়ে অভিষেক হয়েছিল তাঁর। তবে ধারাবাহিক চলাকালীন মাঝপথেই শ্যুটিং ছেড়ে বেরিয়ে যান তিনি।

আরো পড়ুন: “ভোটের পর আপনি কোথায় থাকবেন তা আপনার রি’স্ক”, বিজেপি সমর্থকদের সরাসরি হু’ম’কি তৃণমূল বিধায়কের

তার কারণ যে কি তা এতদিন জানা যায় নি।তবে এবার তিনিই এ ব্যাপারে মুখ খুলেছেন। তাঁর কথায়, জীবনের প্রথম ধারাবাহিকে কাজ করার সময় খুব বাজে অভিজ্ঞতা হয়েছিল তার। সেই সময় পরিচালক এবং প্রযোজকদের থেকে খারাপ মেসেজ পেতেন তিনি।

অভিনেত্রী আরও বলেন, “সহ-অভিনেতাদের সঙ্গে কাজ করতে কখনোই কোনও সমস্যা হয়নি। বরং পরিচালক-প্রযোজকরাই আমাকে ওই পদক্ষেপ নিতে বাধ্য করেছিল। ফোনে অনবরত খারাপ খারাপ মেসেজ আসত। আর সেইসব প্রস্তাবে রাজি না হওয়ায় সেটে সাংঘাতিক হেনস্থা করা হতো আমাকে।

২ বছর বাদে এখন তিনি সাহস সঞ্চয় করে আবার ফিরে এসেছেন। অভিনেত্রীর কথায়, “এই অভিজ্ঞতাটা মানসিক ভাবে আমায় অনেকটা শক্ত করেছে। এখন সবটা পাল্টেও গিয়েছে। এখন আর ভয় পাই না, কাঁদিও না। স্পষ্ট কথা স্পষ্ট করে বলতে শিখেছি।

তবে হ্যাঁ, এখনকার প্রযোজনা সংস্থার সবাই একেবারে অন্য রকম। এখন একটা সুস্থ পরিবেশে কাজ করি। এখানে প্রত্যেককে তার প্রাপ্য সম্মান দেওয়া হয়।” প্রিয়াঙ্কা বলেন, “ছদ্মবেশী-র দলের সেই খারাপ মানুষগুলো নিজেদের ভুল বুঝতে পেরে আমাকে নিজেরাই মেসেজে সে কথা জানিয়েছেন।

আরো পড়ুন: চৈত্র নবরাত্রিতে এই ৬ রাশির উপর মা দুর্গার আশীর্বাদ ব’জা’য় থাকবে

আর এটাই আমার কাছে একটাই স্বস্তির জায়গা। আমি চলে যাওয়ার পর আমার বদলে অন্য অভিনেত্রীকে দিয়ে আমার চরিত্রটা ওঁরা করিয়েছিলেন ঠিকই, কিন্তু ধারাবাহিক সফল হয়নি।”

‘খড়কুটো’, ‘মোহর’ ধারাবাহিক গুলির সহঅভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে বেশ ভাল সম্পর্ক রয়েছে তার। ভবিষ্যতে নতুন ধারাবাহিকে নায়িকার চরিত্রেও কাজ করার ইচ্ছা আছে তার। আর বলিউড থেকে ডাক পেলে সেই উত্তর না হবে না বলেই জানিয়েছেন প্রিয়াঙ্কা।