সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১৫ বছর বয়সেই নিজের স্বপ্নপূ’র’ণ করলেন! বাড়ি কি’নে ফেললেন অভিনেত্রী রুহানিকা

সঠিক পথে থাকলে আর যোগ্যতা থাকলে কত অল্প সময়ের মধ্যেই সাফল্য অর্জন করা যায় তারই একটি নিদর্শন হলো রুহানিকা ধাওয়ান। মাত্র ১৫ বছর বয়সের ফুটফুটে একটা মেয়ে নিজের বাড়ি কিনে ফেলেছে এটা মোটেই সহজ নয়। কিন্তু সে তার নতুন বাড়ি সত্যিই কিনেছে। কিন্তু কে এই রূহনিকা ধাওয়ান আসুন জেনে নেওয়া যাক।

যারা হিন্দি সিরিয়াল খুব দেখেন তারা এই মেয়েকে চিনে থাকবেন কিন্তু যারা দেখেন না তাদের জন্য বলি রূহানিকা ধাওয়ান হলো সেই বাচ্চা রুহি যে ‘ ইয়ে হ্যায় মোহাব্বাতে’ সিরিয়ালে একটা ছোট্ট মেয়ের অভিনয় করেছিল। সেই ছোট্ট মেয়েটি নিজের আদো আদো গলায় মন জিতেছিল দর্শকদের। তবে এখন সে অনেকটাই বড়ো।

 

View this post on Instagram

 

A post shared by Ruhaanika Dhawan (@ruhaanikad)

এর মধ্যে নিজের বাড়ি কিনে স্বপ্ন পূরণ করেছেন রুহানিকা ধাওইয়ান। মুম্বইয়ে নিজের জন্য বাড়ি কিনেছেন এই শিশুশিল্পী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে ভক্তদের দিয়েছেন সুখবর। তবে শুধু মাত্রই ‘ ইয়ে হ্যায় মোহাব্বাতে’ সিরিয়ালটি নয় এ ছাড়াও ‘মিসেস কৌশিক কি পাঁচ বঁহুয়ে’ ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। এছাড়া সলমন খানের ‘জয় হো’, সানি দেওয়ালের ‘ঘায়েল ওয়ানস এগেইন’-এ অভিনয় করেছেন রুহানিকা।

আরো খবর: হর হর শম্ভু গানের তা’লে নেচে ছাত্রছাত্রীদের পড়া মু’খ’স্থ করাচ্ছেন শিক্ষিকা, রইলো ভিডিও

সোশ্যাল মিডিয়াতেও সে যথেষ্ট এক্টিভ। তাঁর ভক্ত সংখ্যা কম নয়। মাঝেমধ্যেই তাঁর জিম সেশনের ভিডিও, তাঁর নাচের ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। এখন আবার তাঁর Youtube চ্যানেল আছে নিজস্ব। সম্প্রতি ‘মেরে সাই’তে (Mere Sai) দেখা গিয়েছে তাঁকে। এরপর এদিন নতুন বাড়ির চাবি হাতে ছবি দিয়েছেন রুহানিকা। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত সকলেই।

 

View this post on Instagram

 

A post shared by Ruhaanika Dhawan (@ruhaanikad)

রুহনিকা নিজের ইনস্টা হ্যান্ডেলে একটা দীর্ঘ পোস্টও করে নিজের সপ্ন পূরণ নিয়ে। সে লেখে, ‘ওয়াহেগুরুজি এবং আমার বাবা-মায়ের আশীর্বাদের কারণে আমি আমার আনন্দ আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে পারছি। আমি খুবই খুশি।

 

View this post on Instagram

 

A post shared by Ruhaanika Dhawan (@ruhaanikad)


এটা আমার স্বপ্ন ছিল, অবশেষে যা সত্যি হল। নিজের টাকায় একটি বাড়ি কেনার স্বপ্ন, আমার জন্য বিরাট সাফল্য। আপনাদের সকলের সঙ্গে এই খুশি ভাগ করে নিতে চেয়েছিলাম। আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমাকে এই স্বপ্ন পূরণে সাহায্য করেছেন’।