সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্ব’প্নে কোনোদিন কালি ঠাকুরকে দেখেছিলেন? কোন কোন রূ’পে দে’খ’লে কি কি হ’তে পা’রে জেনে নিন

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর মাতৃশক্তির আরাধনায় বাঙালি বারবার মেতে ওঠে। মা কালী র পুজো মানেই আলোকসজ্জা, আতসবাজি আরও অত কী! সারা বছর জুড়ে প্রত্যেক মাসের অমাবস্যা তিথিতে দেবী শক্তি র আরাধনা হয়। তবে কার্ত্তিক মাসের অমাবস্যা তিথিতে যে কালীপূজা অনুষ্ঠিত হয় তা বিশেষ জনপ্রিয়। এই কালী পুজো দীপান্বিতা কালীপুজো নামে পরিচিত।

এই দিনটিতে ভারতের অন্যান্য জায়গায় দীপাবলি বা দিওয়ালি উৎসব পালন করা হয়। কিন্তু জানেন কি স্বপ্নে মা কালী দেখা দিলে আপনার জীবনে কতটা পরিবর্তন আসবে। মা কালীকে স্বপ্নে দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

মা কালীর স্বপ্নকে নেতিবাচক শক্তির বিনাশ ধরা হয়। বিশ্বাস করা হয় যদি আপনি অসুস্থ থাকাকালীন মা কালীর স্বপ্ন দেখেন, তাহলে শীঘ্রই আপনার অসুস্থতা সেরে যাবে। যদি কেউ আপনার ক্ষতি করতে চায়, তাহলে তার বিনাশ হবে। এছাড়াও আর্থিক সুখ সমৃদ্ধি ঘটবে বলেও মনে করা হয়!

স্বপ্নে মা কালীকে রুদ্র রূপে দেখলে মনে করা হয় আসন্ন সময়ে আপনাকে অতিরিক্ত সংগ্রাম করতে হতে পারে। কিন্তু সেই সংগ্রাম শেষে জয় হবে আপনারই! যে কোন‌ও বিপদ থেকে দেবীই আপনাকে রক্ষা করবেন বিশ্বাস করা হয়।

স্বপ্নে মা কালীকে মন্দিরে দেখলে সেই স্বপ্নটিকে অত্যন্ত ভালো স্বপ্ন বলে গণ্য করা হয়। এই স্বপ্ন দেখলে আপনার জীবনের সমস্ত সমস্যা শীঘ্রই সমাপ্ত হবে এবং আপনার জীবনে সুখ বৃদ্ধি পাবে।

হিন্দু শাস্ত্রে স্বপ্নে কালীর পূজা করতে দেখাও অত্যন্ত শুভ। এইরূপ স্বপ্ন দেখলে আপনি আগামী সময়ে কিছু ভাল সামাজিক শৃঙ্খলানয় জীবন কাটাবেন। এই স্বপ্নটি সম্পদ, ঐশ্বর্য বৃদ্ধির ইঙ্গিত করে।