সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পু’রা’নো হেডফোন-ন’ষ্ট মোবাইল রেখে দেওয়ার অ’ভ্যা’স? নিজেই বি’প’দ ডে’কে আনছেন না তো?

আমরা অনেক সময় বাড়িতে অনেক কিছু অব্যবহারযোগ্য জিনিসপত্র জমিয়ে রেখে দি। বুঝতেও পারি না এই জিনিসগুলো থেকে আমাদের ক্ষতি হতে পারে। এমন অনেক সময় হয়েছে খুব বড়ো কোনো ক্ষতিও হয়ে গিয়েছে এই জিনিস গুলোর কারণে। তাই সময় থাকতে সাবধান হোন। জেনে নিন কি কি জিনিস বাড়িতে রাখবেন না।

১. সুইচ বোর্ডের ভাঙ্গা প্লাগ :- বাড়িতে ইলেকট্রিক কাজে দরকার হয় সুইচ বোর্ডের। কিন্তু সেগুলো অকেজো হয়ে গেলেও অনেক সময় আমরা ফেলতে ভুলে যাই। আর এই থেকে বড়ো সরো বিপদ হতে পারে। বিশেষ করে বাড়িতে ছোটো বাচ্চা থাকলে বড় বিপদের সম্ভাবনা দেখা দেয়। তাই সুইচ বোর্ডে কোনও ভাঙা প্লাগ অথবা সুইচ থাকলে অবিলম্বে বদল করুন। কোনও কারণে বদল করার সুযোগ না হলে সেই পয়েন্টগুলি ব্যবহার বন্ধ করে দিন।

২. খারাপ হয়ে যাওয়া মোবাইল :- কিছু কিছু মোবাইল আমাদের খুব পছন্দের হয়। তাই খারাপ হয়ে গেলেও ফেলতে ইচ্ছে করে না। রেখে দেয় অনেকেই। কিন্তু এতে নিজের বিপদ ডেকে আনা ছাড়া আর কিছু হয়না। কারণ সব মোবাইলেই থাকে লিথিয়াম আয়ন ব্যাটারি। যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিপজ্জনক হয়ে ওঠে। একাধিকবার স্মার্টফোন বিস্ফোরণের খবর সামনে আসে। যা মূলত হয় ব্যাটারি থেকেই। ব্যাটারির মধ্যে সমস্যা দেখা দিলে বিস্ফোরণ হতে পারে, এমন কি লাগতে পারে আগুন।

আরো পড়ুন: ক’বে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে? ঘো’ষ’ণা হ’লো দিনক্ষণ

তাই বাড়ির আলমারিতে পুরনো ফোন রেখে দিলে বিপদের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আপনার কাছে যদি এখন কোনও পুরনো মোবাইল থাকে যা আপনি আর কখনই ব্যবহার করবেন না তাহলে সেই ডিভাইসগুলিকে এখনই বাড়ি থেকে বিদায় করুন। ফোন থেকে ব্যাটারি পৃথক করা সম্ভব হলে ফোন রেখে দিয়ে শুধুমাত্র ব্যাটারি ফেলে ফেলে দিতে পারেন।

৩. পুরনো পাওয়ার কর্ড :- বাড়িতে বিভিন্ন কাজে ব্যবহার হয় পাওয়ার কেবেল। বেশি পুরনো পাওয়ার কেবেল ব্যবহারে বিপদ নেমে আসতে পারে বাড়িতে। পুরনো পাওয়ার কর্ডে ইনস্যুলেশন ক্ষমতা কমে যায়। ফলে ব্যবহারের সময় বিদ্যুৎপৃষ্ঠ হওয়ার সম্ভাবনা থাকে। তাই বাড়িতে পুরনো পাওয়ার কর্ড থাকলে তা ব্যবহার না করে বিদায় করাই ভালো।

৪. পুরনো স্পিকার বা হেডফোন :- পুরনো হেডফোন ও স্পিকারে অনেক ক্ষতিকর উপাদান থাকে। তাই চুম্বক ছাড়াও থাকে তামার কয়েল, প্লাস্টিক ও ব্যাটারি। পরিবেষকে দূষিত করে এই পদার্থগুলি। এছাড়াও পুরনো হেডফোন অথবা স্পিকারের ব্যাটারি লিক করেও বিপদ ঘটতে পারে। বিশেষ করে সব ব্লুটুথ ইয়ারফোন ও স্পিকারেই ব্যাটারি ব্যবহার হয়। এই ব্যাটারিতে কোন রকম গড়মিল হলে খেসারৎ দিতে হতে পারে আপনাকেই। তাই এই সব গেজেট থেকেই দূরে থাকুন সুস্থ থাকুন।