সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলার ছাত্র-ছাত্রীদের জন্য বি’রা’ট খুশির খবর, এবার লেখাপড়া করলেই মি’ল’বে টা’কা

বছরের শুরুতে ছাত্র-ছাত্রীদের জন্য দারুন সুখবর শোনালেন রাজ্য সরকার। রাজ্যের পড়ুয়াদের জন্য এবার একের পর এক নতুন প্রকল্প আসবে। রাজ্যের যে কোনও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করলেই ছাত্র ছাত্রীরা এই সুবিধা পাবেন। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

রাজ্যের মধ্যে যেকোনো সরকারি প্রতিষ্ঠান প্রথম শ্রেণী থেকে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করলে সরকারি প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন পড়ুয়ারা। প্রথম শ্রেণী থেকে মাধ্যমিক পর্যন্ত এবং উচ্চমাধ্যমিক থেকে উচ্চতর যোগ্যতা অর্জনের ক্ষেত্রে যে কোনো সরকারি অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করলে প্রকল্পের আবেদনের যোগ্য হবেন শিক্ষার্থীরা।

এক্ষেত্রে শিক্ষার্থীদের মাধ্যমিকের নিচে এবং মাধ্যমিকের উপর পর্যন্ত দুই ভাগে ভাগ করা হয়েছে। রাজ্য সরকারের প্রকল্প গুলির মধ্যে একটি হচ্ছে ঐক্যশ্রী যাতে প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন অর্থ দেওয়া হবে শিক্ষার খরচ হিসেবে। সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারেন https://www.wbmdfc.org/

প্রি মাধ্যমিক এবং পোস্ট মাধ্যমিক, এই দুই ভাগে ভাগ করা হয়েছে স্কলার্শিপকে। আবেদনের তারিখ ধার্য করা হয়েছে ২ রা জানুয়ারি থেকে 10 জানুয়ারি পর্যন্ত। আবার 20 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত ধার্য করা হয়েছে। এ সম্পর্কে বিশদে জানতে হলে ফোন করতে পারেন ০৩৩-৪০০৪-৭৪৬৮ এবং ০৩৩-৪০০৪-৭৪৬৯।