সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাহাড় প্রেমীদের জন্য দু’র্দা’ন্ত খবর, NJP-গামী ৪ জো’ড়া স্পেশাল ট্রেন উ’প’হা’র রেলের

এই শীতের মরসুমে পাহাড়ে বেড়াতে যাওয়ার সাধ কার না থাকে? ছুটিতে যদি পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য বিশেষ পরিষেবা চালু করলো ইস্টার্ন রেলওয়ে। উত্তরবঙ্গগামী ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে ইস্টার্ন রেলওয়ে। হাওড়া এবং শিয়ালদা থেকে আপ ও ডাউনের নতুন চার জোড়া ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ।

এছাড়াও পূর্ব রেল আরো নতুন চারটি ট্রেন চলাচল শুরু করছে। হাওড়া নিউ জলপাইগুড়ি, শিয়ালদা নিউ জলপাইগুড়ি রুটে দু’জোড়া স্পেশাল ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। ইয়ার এন্ড প্লানিংয়ে অনেকেরই গন্তব্যস্থল হতে চলেছে দার্জিলিং, কালিম্পং বা সিকিম। ট্রেনে করে নিউ জলপাইগুড়ি পর্যন্ত পৌঁছানোর পর বাস অথবা গাড়ি করে পৌঁছে যাওয়া যাবে গন্তব্যস্থলে।

০২৩০৭ হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল,০২৩০৮ নিউ জলপাইগুড়ি – হাওড়া স্পেশাল, ০৩৭৫৫১ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি স্পেশাল, ০৩৭৫২ নিউ জলপাইগুড়ি- শিয়ালদহ স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে ভ্রমণার্থীদের জন্য। এই ট্রেনগুলিতে টিকিট বুকিংয়ের জন্য তৎকালের সুবিধা নেই। কন্সেশনাল বুকিংও এই স্পেশাল ট্রেনে পাওয়া যাবে না।

উল্লেখ্য, শনিবার থেকে একটানা তুষারপাতে বন্ধ হয়েছে রাস্তা। বর্তমানে সান্দাকফুতে বরফ পড়ছে। সিঙ্গালিলার সর্বোচ্চ শিখরে বরফ পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। পাহাড় থেকে নিচে নামতে না পেরে হোটেলেই বন্দি হয়ে রয়েছেন বহু পর্যটক।