Home অফবিট দর্শনার্থী’দের জন্য সুখবর! এক সফরে’ই পঞ্চ জ্যোতি’লিঙ্গের দ’র্শ’ন ক’রা’তে বি’শে’ষ উ’দ্যো’গ নি’লো...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দর্শনার্থী’দের জন্য সুখবর! এক সফরে’ই পঞ্চ জ্যোতি’লিঙ্গের দ’র্শ’ন ক’রা’তে বি’শে’ষ উ’দ্যো’গ নি’লো পূর্ব রেল

দর্শনার্থীদের জন্য সুখবর! এক সফরেই পঞ্চ জ্যোতিলিঙ্গের দর্শন করাতে বিশেষ উদ্যোগ নিলো পূর্ব রেল

দীর্ঘদিন লকডাউনে গৃহবন্দি হয়ে থাকার পর সকলেরই ইচ্ছা হচ্ছে বাড়ি থেকে কোথাও দূরে ঘুরে আসার। বয়স্ক বাবা-মাদের নিয়ে অনেকেই তীর্থ যাত্রা করতে চাইছেন এই সময়। কিন্তু বারবার বাড়ি থেকে বের হওয়া সম্ভব নয়। তাই আপনার জন্য এবার রেল কর্তৃপক্ষ নিয়ে এসেছে একটি সুসংবাদ। এক সফরেই আপনি দর্শন করতে পারবেন পঞ্চ জ্যোতিলিঙ্গের। ভারত দর্শন নামে এই আস্থা স্পেশাল ট্রেন আগামী সোমবার থেকে যাত্রা শুরু করতে চলেছে। যাত্রীদের পঞ্চ জ্যোতির্লিঙ্গ দর্শন করিয়ে তা ঘরে ফিরে আসবে ১৬ সেপ্টেম্বর।

IRCTC এবং পূর্ব রেলের আধিকারিকরা জানিয়েছেন, মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, সোমনাথ মন্দির, ওংকারেশ্বর, দারোকা, নাগেশ্বর, ত্র্যম্বকেশ্বর, কাশী বিশ্বনাথ, সিরিডি, স্ট্যাচু অফ ইউনিটির মত ধর্মীয় এবং দর্শনীয় স্থান ঘুরে আসবে এই ট্রেন। এই যাত্রা করতে লাগবে মোট ১২ রাত এবং ১৩ দিন। মাথাপিছু খরচ হবে ১২ হাজার ২৮৫ টাকা।

এই স্পেশাল ট্রেনে ওঠা যাবে দুর্গাপুর, আসানসোল চিত্তরঞ্জন, মধুপুর, জসিডি, দুমকা,থেকে। এছাড়া জামতারা, দুমকা, ভাগলপুর, পাটনা এবং দীনদয়াল উপাধ্যায় স্টেশন-সহ বেশ কয়েকটি স্টেশন থেকে এই ট্রেনে উঠতে পারবেন যাত্রীরা। এই ট্রেনটির নাম দুর্গাপুর দ্বারকা আস্থা স্পেশাল ট্রেন। দুর্গাপুর থেকে সোমবার সকাল এগারোটা নাগাদ এই ট্রেনটি ছাড়বে। ট্রেনের ভেতরে থাকবে খাবারের ব্যবস্থা। স্টেশন থেকে থাকবে নন এসি বাস, যাতে করে দর্শনীয় স্থানে ভ্রমণ করতে পারবেন দর্শকরা। এছাড়া প্রত্যেকটি যাত্রীর জন্য বিশেষ বিমার ব্যবস্থা করা থাকবে।