সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তর’বঙ্গ বাসী’র জন্য সু’খবর! দক্ষিণ’বঙ্গ পৌ’ছা’তে তি’ন ঘ’ন্টা সময় বেঁ’চে যা’বে যাত্রী’দের

উত্তরবঙ্গ বাসীর জন্য সুখবর! দক্ষিণবঙ্গ পৌছাতে তিন ঘন্টা সময় বেঁচে যাবে যাত্রীদের

এবার দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সফর করার সময় তিন ঘন্টা কমে যাবে। মুর্শিদাবাদ আজিমগঞ্জ নসিপুর রেল ব্রিজের কাজ দীর্ঘদিন পর শুরু হতে চলেছে। আগামী বছরের এপ্রিল মাসের মধ্যেই শিয়ালদা, হাওড়া থেকে বহরমপুর এবং মুর্শিদাবাদ স্টেশন হয়ে আজিমগঞ্জ পৌঁছাবে ট্রেন। এর ফলে তিন ঘন্টা সময় বেঁচে যাবে যাত্রীদের। ইতিমধ্যেই ভাগীরথী নদীর উপরে রেল ব্রিজের নির্মাণের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে।

লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী থাকার সময় ২০০৪ সালে আজিমগঞ্জ নসিপুর রেল ব্রিজের শিলান্যাস করেছিলেন। নির্মাণের জন্য ৪৬.৭০ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়। এখন ভাগীরথী নদীর উপরে এই ব্রিজে ২০১০ সাল থেকে ট্রেন চলাচলের কথা থাকলেও জমি জটের কারণে প্রায় এক যুগ পর শুরু হতে চলেছে এই ব্রিজের উপর যাতায়াত।

ইতিমধ্যেই রেল দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে ভাগীরথী নদীর উপরে ব্রিজ নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে। লালকুঠি মাহীনগর গ্রামে প্রায় ৪৬২ মিটার জমির মালিকানা রেল দপ্তর না পাওয়ার কারণে সেখানে লাইন পাতার কাজ শুরু করা যায়নি। এর ফলে এক যুগ পিছিয়ে পড়েছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সফরের এই প্রচেষ্টা।

মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশংকর ঘোষ বলেছেন দাবি নিয়ে ২০২১ সালের অক্টোবর মাসে পূর্ব রেলের ডিআরএম এবং জেনারেল ম্যানেজারের সঙ্গে দেখা করেছিলেন তিনি। ডিসেম্বর মাসে তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে আবার দেখা করেন এবং রেলমন্ত্রী তাকে কথা দেন শীঘ্রই রেল ব্রিজ নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন হবে। মার্চ এপ্রিল মাসের মধ্যেই এই রেল চলাচল শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে।।