সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চাকরিজীবীদের জন্য ভালো খবর! আ’রো বে’শি পেনশনের আবেদন করতে পারবেন

সপ্তাহের প্রথম দিনেই কর্মচারীদের জন্য এক বিরাট সুখবর। এবার আরো বেশি পেনশন পেতে পারবেন চাকুরীজীবীরা। ২০১৪ সালের ২২ আগস্ট EPS সংশোধনীর অধীনে পেনশনযোগ্য বেতনের ঊর্ধ্বসীমা আরও বর্ধিত করা হয়েছিল। ৬৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০০ টাকা করা হয়েছিল।

সেই সঙ্গে নিয়োগ কারীদের সাথে বিনিয়োগকারীরা তাদের আসল বেতনের উর্ধ্বসীমা অনুযায়ী ৮.৩৩ শতাংশ বিনিয়োগ করতে পারবেন ইপিএস এ। গ্রাহক এবং নিয়োগ কারীদের এমপ্লয়ি পেনশন স্কিমের অধীনে এবার বেশি হারে পেনশনের জন্য নতুন এক পদ্ধতি আনলো ইপিএফও।

২০২২ সালের নভেম্বর মাসে দেশের সর্বোচ্চ আদালত কর্মী পেনশন ২০১৪ সংশোধনী বজায় রাখবার নির্দেশ দেন।  বেতনের ঊর্ধ্বসীমা ৬৫০০ টাকা বাড়িয়ে করা হয় ১৫ হাজার টাকা। একটি নির্দেশিকা কর্মী ভবিষ্যৎ তহবিল সংস্থা জানিয়ে দিয়েছে ফিল্ড অফিসের থেকে জয়েন্ট অপশন ফরম গ্রহণ করবার জন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত।

আরো খবর: বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু মাধ্যমিক পরীক্ষা, ফল প্র’কা’শের তারিখ জানিয়ে দি’লো পর্ষদ

ইপিএফও এই ব্যাপারে জানিয়েছে শীঘ্রই একটি ওয়েবসাইট বা ওয়েব পেজ লঞ্চ করে জানিয়ে দেওয়া হবে। আঞ্চলিক পিএফ কমিশনার বৃহত্তর জনসাধারণের সুবিধার জন্য একটি নোটিশ বোর্ড এবং ব্যানার টাঙাবে।

ওই নির্দেশিকা আরো জানানো হয়েছে আবেদন থেকে এখন রেজিস্টার করা যাবে এছাড়া নাম নথিভুক্ত করা যাবে ডিজিটাল প্রক্রিয়ায় আবেদনকারীকে রশিদ নম্বরও দিতে হবে।

এতে আরো জানানো হয় সংশ্লিষ্ট ইপিএফও অফিসের ইনচার্জ উচ্চতর বেতনের যৌথ অপশন এর প্রতিটি ক্ষেত্র আগে যাচাই করবেন তারপরেই আবেদনকারীকে ইমেইল বা পোস্টের মাধ্যমে। জানিয়ে দেওয়া হবে। আবার মোবাইলে এসএমএসের মাধ্যমেও জানিয়ে দেওয়া হতে পারে।