সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভা’গ্য ভা’লো ইনি চা’ক’রি হারিয়েছেন? এরজন্যই মা’সে ৮ লক্ষ টা’কা ইনকাম করেন মহিলা

ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়াকে কাজ লাগিয়ে নতুন কিছু করা সম্ভব বলে মনে করছেন অনেকেই। এই ইন্টারনেটকে কাজে লাগিয়েই স্বপ্নের যাত্রা শুরু জেনেস টরেস। ২০১৩ সালে চাকরি হারান। জেনেস টরেস যখন চাকরি হারান, তখন ভারতীয় টাকার হিসাবে বছরে প্রায় ৬৬ লক্ষ রোজগার করতেন। সেই জেনেসের এখন বছরে রোজগার প্রায় ১ কোটির কাছাকাছি।

চাকরি থাকাকালীন জেনেস টরেস একটি ব্লগ শুরু করেছিলেন। ব্লগের নাম ‘ডেলিশ ডিলাইটস’। বিষয় হল খাওয়াদাওয়া। একেবারে শখের জন্যই করা। কোনও পরিকল্পনা ছিল এই ব্লগ নিয়ে। কিন্তু একটি কাজ তার পরেও মন দিয়ে করতে তিনি।

সেই ব্লগে রোজ একটি পোস্ট করতেন। এক দম নিয়ম করে। এমনকী যখন ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেন, তখনও রোজ একটি পোস্ট থাকতই। ২০১৫ সালে সেই ব্লগে পাঠকের সংখ্যা পৌঁছে যায় মাসে প্রায় দেড় হাজারে।

স্টেডিয়ামের ছা’দে কমেন্ট্রি করতে গিয়ে উ’ল্টো ঝু’লে গেলেন ধারাভাষ্যকার, ছ’বি ভাইরাল

এরপর ২০১৯ সালে জেনেস শুরু করেন নতুন একটি ব্লগ। তার নাম ‘ইয়ো কুইয়েরো দিনেরো’। এটির বিষয় বস্তু হল টাকাপয়সা রোজগার এবং জমানোর প্রক্রিয়া। জেনেস নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ১০ হাজার ডলারের উপর তিনি রোজগার করেছেন শুধুমাত্র বিজ্ঞাপন থেকেই। লেখা, ছবি বা ভিডিয়ো— সব ধরনের বিজ্ঞাপনই তিনি রাখেন তাঁর ওয়েবসাইটে। আর সেটিই তাঁকে দিয়েছে এই পরিমাণ উপার্জনের সুযোগ।