সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গোল্ড লোন না সম্পত্তি রে’খে লোন? হঠাৎ করে টা’কা’র প্রয়োজন হলে কোনটা ঠি’ক?

আমাদের প্রয়োজন পড়লে লোন বা ঋণ নিয়ে থাকি। বিশেষ করে পার্সোনাল লোন। কিন্তু এর সুদের হার সাধারণত খুব বেশি হয়। ফলে পকেটে চাপ পড়ে। কিংবা যে পার্সোনাল লোন মিলছে তার তুলনায় আরও বেশি টাকার দরকার। এমন পরিস্থিতিতে জমানো টাকা ভাঙানোর কথা মাথায় আসতে পারে। কিন্তু সেটা লাভজনক নয়।

গোল্ড লোন কিংবা সম্পত্তির বিপরীতে ঋণ হতে পারে এর উত্তর। যেহেতু সম্পত্তির বিপরীতে ঋণ এবং গোল্ড লোন উভয়ই সুরক্ষিত ঋণ, তাই সেগুলি পেতে ঋণদাতাদের কাছে জামানত হিসাবে কোনও সম্পদ বন্ধক রাখতে হবে।

সোনার ঋণের জন্য, গয়না এবং কয়েনের আকারে সোনার জিনিসপত্র বন্ধক রাখতে হয়। অন্য দিকে লোন এগেনস্ট প্রপার্টি-র জন্য, বাণিজ্যিক বা আবাসিক সম্পত্তি বন্ধক রাখতে হবে।

আরো খবর: উত্তরাখণ্ডের হাসপাতালে গি’য়ে ঋষভের স’ঙ্গে দে’খা করলেন অনুপম-অনিল

গোল্ড লোনে সুদের হার স্থির। অন্য দিকে লোন এগেনস্ট প্রপার্টিতে ফ্লোটিং এবং স্থির, উভয় সুদের হারেই ঋণ পাওয়া যায়। গোল্ড লোনে সুদের হার ৯.২৪ শতাংশ থেকে ২৬ শতাংশ পর্যন্ত হতে পারে। সেখানে সম্পত্তির বিপরীতে ঋণে সুদের হার ৯.৬ শতাংশ থেকে ১১.৫ শতাংশ পর্যন্ত পরিবর্তিত হওয়ার সম্ভাবনা।