সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাত্র ২৮০ টা’কা’য় পান ৩.৮ কোটির তিনতলা বাড়ি! জানুন বি’শ’দে

আজকাল চোখ মেললেই এদিক ওদিকে ব্যাঙের ছাতার মত ফ্ল্যাট গজিয়ে উঠছে আর সেই নিয়ে ব্রোকারদের দর কষাকষি লেগেই রয়েছে। আমরা এগুলো শুনে বা দেখে অভ্যস্ত। কিন্তু কখনো শুনেছেন কোনো বাড়ি লটারির মাধ্যমে বিক্রি হতে? অনেকেই হয়তো শোনেন নি। কিন্তু বর্তমানে তেমনি শোনা যাচ্ছে। এই বাড়িটি ব্রিটেনের কেন্ট শহরে অবস্থিত। এই বাড়িটির মাসিক ভাড়া ভারতীয় মুদ্রায় ১ লাখ ৮৮ হাজার টাকা।

তবে এই বিলাসবহুল বাড়িটি বিক্রি করছেন তিন ভাই। ড্যানিয়েল, জেসন এবং উইল টোয়েনফোর। আর এই তিন ভাই ঠিক করেছেন লটারির মাধ্যমে এই বাড়িটি বিক্রি করবেন। আর সেই লটারির টিকিটের এক একটার দাম ভারতীয় মুদ্রায় ২৮০ টাকা। লটারির টিকিট কাটা কোনও এক ভাগ্যবানের নামে হতে চলেছে এই বাড়িটি। তাই যদি কেউ ২৮০ টাকা দিয়ে একটা টিকিট কেটে এই বাড়িটি পান তাহলে যে টাকার বাড়ি তারা পাচ্ছেন তা ভীষণই লাভ জনক।

কারণ এই বাড়িটি এমনি কিনতে গেলে প্রচুর টাকা লাগতো। এই বাড়িতে কি কি রয়েছে আসুন জেনে নেওয়া যাক। এই বাড়িটি মোট তিন তলার একটি বাড়ি। এতে রয়েছে একটি বড়ো রান্না ঘর, খাবারের জায়গা, বসার জায়গা ও একটি উঠোন। কিন্তু তিন ভাই ঠিক করেছেন লটারির মাধ্যমেই এই বাড়ি বিক্রি করবেন। তারা জানান মোটামুটি ১ লাখ ৫৫ হাজার লটারির টিকিট বিক্রি করলেই সম্পত্তির খরচ উঠে আসবে।

আরো পড়ুন: রাজুর দুটি হাতই বা’দ পড়েছিল, নতুন হাত লা’গি’য়ে দিলেন সোনু সুদ

তবে একটা শর্ততারা দিয়েছেন। বলেছেন যদি সব লটারির টিকিট না বিক্রি হয়, তাহলে লটারির বিজয়ীকে বাড়িটি কিনতে দিতে হবে ৩০ শতাংশ দাম। বাড়ির বাকি ৭০ শতাংশ দাম দেবে তিন ভাই। আর শুধু তাই নয় এইটাই তাদের প্রথম নয়এই তিন ভাই এভাবে লটারির মাধ্যমে আগও সম্পত্তি বিক্রি করেছেন এবং সফল হয়েছেন। এই আবহে ফের একবার লটারির মাধ্যমে এই বিলাসবহুল বাড়ি বিক্রির পরিকল্পনা করেন তিন ভাই।

অনেকেই তাদের এইভাবে বিক্রি করার জন্য উৎসাহও দিয়েছেন বলে জানান তারা। সংবামাধ্যমে ড্যানিয়েল জানায়, ‘ ট্রামওয়ে পাথের ওয়েবসাইট অনুসারে, কেন্টের মেডওয়েতে এই বিলাসবহুল বাড়িটির খুব কাছেই দুটি রেল স্টেশন রয়েছে। এই বাড়ি থেকে লন্ডন ভিক্টোরিয়া এবং লন্ডন সেন্ট প্যানক্রাসে যেতে মাত্র একঘণ্টা লাগে।’ তাই খুব ভালো জায়গায় বাড়ি পেতে চলেছেন ক্রেতারা বলে মনে করা হচ্ছে।