সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অন’লা’ই’নে জু’য়া’র আ’স’র! কলকাতা’য় গ্রে’প্তা’র কু’খ্যা’ত ক্রি’কে’ট বু’কি

অনলাইনে জু'য়া'র আ'স'র! কলকাতায় গ্রে'প্তা'র কুখ্যাত ক্রিকেট বুকি

খাস কলকাতায় গ্রে’প্তা’র কুখ্যাত ক্রিকেট বুকি। পুলিশের চোখ এড়াতে চলন্ত গাড়িতে ঘুরে ঘুরে অনলাইনে জু’য়া’র আ’স’র বসিয়েছিল কু’খ্যা’ত এই বুকি। পাশে ভাইকে বসিয়ে কোটি টাকার উপর জু’য়া’র লেন’দেন করে ওই বুকি তথা জু’য়া’ড়ি।

শেক্সপীয়র সরণি থানার আধিকারিকরা সেই গাড়িটিকে তাড়া করে লর্ড সিনহা রোডের কাছে দাঁড় করান। পুলিশের হাতে গ্রে’প্তা’র হল ক্রিকেট বুকি আনন্দ আগরওয়াল। এর আগে পার্ক স্ট্রিট থানাতেও তার বিরুদ্ধে মামলা ছিল। পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যা থেকে শুরু হয় আইপিএলে কেকেআর-এর ম্যাচ। কিছুদিন আগেই KKR-এর ম্যাচ চলাকালীন পার্ক স্ট্রিট এলাকা থেকে লালবাজারের গোয়েন্দাদের হাতে ধরা পড়ে ক্রিকেট জু’য়া’ড়ি’রা।

তাদের মধ্যে ছিলেন ব্যবসায়ী ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টও। তাই এদিনও পুলিশের কড়া নজর ছিল মূলত পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট এলাকায়। গত বছরও কলকাতা পুলিশ পার্ক স্ট্রিট এলাকায় তল্লাশি চালিয়ে কয়েকজন ক্রিকেট জু’য়া’ড়ি’কে গ্রে’প্তা’র করেছিল।

কিন্তু পুলিশের চোখে ধু’লো দিয়ে পালিয়ে যায় ক্রিকেট বুকি আনন্দ আগরওয়াল। সোমবার আইপিএল ম্যাচ শুরু হওয়ার পর শেক্সপিয়র সরণি থানার পুলিশ আধিকারিকদের কাছে খবর আসে যে, ফের আনন্দ আগরওয়াল ক্রিকেট জু’য়া পরিচালনা করছে। তার ডেরাগুলিতে তল্লাশি চালিয়েও সন্ধান মেলেনি ওই ক্রিকেট বুকির।

তার মোবাইলের সূত্র ধরে পুলিশ শুরু করে সন্ধান। পুলিশ জানতে পারে যে, পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি থানা এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে আনন্দ। প্রায় এক ঘণ্টা তাড়া করে শেষ পর্যন্ত লর্ড সিনহা রোডে এসে পুলিশ গাড়িটিকে আটকায়। বেগতিক বুঝে গাড়ি থেকে পালিয়ে যায় আনন্দের ভাই। পালানোর আগেই আনন্দকে পুলিশ ধরে ফেলে। তার কাছ থেকে একাধিক মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ধরা পড়েছে গাড়িটিও।