সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এ’বা’র থেকে হেলমেটে ক্যা’মে’রা লা’গা’লে কড়া শা’স্তি’র মুখে প’ড়’বে বা’ই’ক আরোহী! বা’তি’ল হবে লাইসেন্সও

এ'বা'র থেকে হেলমেটে ক্যা'মে'রা লা'গা'লে কড়া শা'স্তি'র মুখে প'ড়'বে বা'ই'ক আরোহী! বা'তি'ল হবে লাইসেন্সও

ফটোগ্রাফারদের মধ্যে অনেকেই আছেন যারা চলন্ত বাইক থেকে ফটো অথবা ভিডিও তুলতে পছন্দ করেন। এর জন্য তাদের কাছে অপশন হলো হেলমেটের মধ্যে ক্যামেরা লাগিয়ে নেওয়া। হেলমেট এর মধ্যে ক্যামেরা লাগিয়ে চলন্ত বাইক থেকে ছবি তোলা অথবা ভিডিও তোলার ক্ষেত্রে সাধারণত বাইক আরোহীদের ক্যামেরার দিকেই বেশি নজর থাকে। যার ফলে আশেপাশে কি ঘটছে বা রাস্তার সম্ভাব্য বিপদের আভাস পান না। এতেই কার্যত ঘটে যায় বিপদ!

এমতাবস্থায় কেরালার মোটর ভেহিকল ডিপার্টমেন্টের ট্রান্সপোর্টের তরফ থেকে একটি বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাস্তায় বাইক আরোহীদের সুরক্ষার জন্য কেরালার মোটর ভেহিকল ডিপার্টমেন্টের ট্রান্সপোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে এবার থেকে হেলমেট এর মধ্যে ক্যামেরা লাগালে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে বাইক আরোহীকে। এমনকি তার বাইকের লাইসেন্সও বাতিল হতে পারে।

সংশ্লিষ্ট বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, হেলমেটে ক্যামেরা লাগানো থাকলে কেমন ছবি উঠছে তার প্রতি বাইক আরোহীর নজর থাকে। এতে অন্যমনস্কতার দরুন বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে। প্রসঙ্গত, বর্তমানে বাইকের রিভিউ করার জন্য অথবা লং রাইডে অনেকে ভিডিও করার জন্য হেলমেটে ছোট ক্যামেরা লাগিয়ে নেন। বিশেষত ইউটিউবে যারা মোটো ভ্লগিং করেন, তারা এভাবে হেলমেটের মধ্যে ক্যামেরা লাগিয়ে ফটো অথবা ভিডিও তোলেন।

অনেক সাধারণ মানুষও আবার আজকাল এভাবে হেলমেটের মধ্যে ক্যামেরা লাগিয়ে যাতায়াত করছেন যাতে দুর্ঘটনার কবলে পড়লে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারেন। অনেকে আবার অসৎ ট্রাফিক পুলিশের হাত থেকে বাঁচার জন্যেও এই উপায় অবলম্বন করে থাকেন। ইউটিউবাররা রাস্তায় ফেক একসিডেন্ট, ঝগড়া, স্টান্ট, অনেক কিছুই করে থাকেন। সবটাই বিপদজনক। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।