সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মায়ের ওষুধ কে’না’র জন্য কাঁটাতার টপকে ভারতে, মানবিকতার খা’তি’রে ফিরিয়ে দিলো BSF

আবারও আমরা আমাদের দেশের সেনা জওয়ানদের জন্য গর্ব অনুভব করলাম, তাদের মধ্যে যে মানবিকতার ছাপ স্পষ্ট, তার পরিচয়ই পেলাম আমরা, মানবিকতার এক অনন্য নজিরও তৈরি করছেন তাঁরা। ভারত-বাংলাদেশ একে অপরের প্রতিবেশি, প্রতিবেশী আর এক প্রতিবেশীর বিপদে সাহায্য করবে এটাই তো স্বাভাবিক, আর সেটাই ঘটল। ঘটনাটা ঘটেছে নদীয়া জেলার সীমান্ত এলাকায়, সেখানে একজন বাংলাদেশী অনুপ্রবেশকারী কে আটক করেছে সেখানকার সীমান্তরক্ষী বাহিনী। তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় মহা খোলা সীমান্ত চৌকিতে, সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ব্যক্তির নাম মিঠুন মন্ডল। ছেলেটির বাড়ি বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলার মহাখোলা পাড়ার বাসিন্দা, তিনি তাঁর অসুস্থ মা এর ওষুধ কিনতে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে বাধ্য হয়েছিলেন, কারণ তার মা হাঁপানি এবং হৃদরোগের আক্রান্ত, তাই সন্তান হিসেবে তিনি তাঁর মায়ের কষ্ট লাঘব করার জন্য ইনহেলারের খোঁজ করতে বেরিয়েছিলেন।

আশেপাশের ওষুধের দোকানে ওষুধ না পেয়ে বাধ্য হয়ে তিনি সীমানা পেরিয়ে ভারতে ঢুকে পড়েন এবং শুধুমাত্র ওষুধপত্র কিনেই তিনি ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তার আগেই ধরা পড়ে গেলেন বিএসএফ জওয়ানদের কাছে। বর্তমানে ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত নিরাপত্তা রক্ষীবাহিনীরা কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন, যে কারণে একের পর এক অপরাধি ধরাও পড়ছে এবং কঠোর শাস্তিও দেওয়া হয়।

তবে এক্ষেত্রে সমস্ত ঘটনা শুনে তাঁরা বর্ডার গার্ড বাংলাদেশ এর হাতে তুলে দেন তাঁকে, এক কথায় বলা যেতে পারে যুবকটিকে তাঁর নিজের ঘরে ফেরার জন্য সাহায্য করেন,এতে ভারতীয় সেনাবাহিনীর এক অনন্য নজির গড়েছে।