সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক্রিকেটবিশ্বকে বিশেষ বা’র্তা পাকিস্তান ক্রিকেট বোর্ডের

বেশ কিছু বছর ধরেই বিদেশের মাটিতে পাকিস্তানের হোম সিরিজ খেলা হচ্ছিল। কিন্তু একের পরে এক জঙ্গি আক্রমণে বিপর্যস্ত ছিল পাকিস্তান। জঙ্গী আক্রমণের ফলে কার্যত পাকিস্তানের যেতে নারাজ অন্য যে কোন দলের ক্রিকেটাররা। তাই কার্যত একপ্রকার বাধ্য হয়ে পাক বোর্ডের কর্তা জানিয়ে দিলেন, নিরাপত্তার দিক থেকে পাকিস্তানের আর কোন সমস্যা নেই। সুতরাং এখনো অন্য দেশে গিয়ে হোম সিরিজ খেলার কোন যুক্তি আছে বলে মনে হয় না।

সদ্য বাতিল হয়েছে নিউজিল্যান্ডের পাকিস্তান সফর। ইংল্যান্ড ও পাক মুলুকে খেলতে না আসার সিদ্ধান্ত নিয়েছেন। তাই নিরপেক্ষ কেন্দ্রে গিয়ে না খেলার সিদ্ধান্ত গ্রহণ করল পাকিস্তান।

২০০৫ সালের পর এই প্রথম পাকিস্তানের মাটিতে খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু শেষপর্যন্ত সিরিজ বাতিল করে দিলেন তারা। কারণ একটাই নিরাপত্তাজনিত অনিশ্চয়তা। অন্যদিকে ইংল্যান্ডও নিরাপত্তার কথা মাথায় রেখে পাকিস্তানে গিয়ে না খেলার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। একই পথ অবলম্বন করেছে বাংলাদেশও।

এইভাবে এক প্রকার কোণঠাসা হয়ে পাক বোর্ডের কথা জানিয়ে দিলেন, এখন পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি একেবারে স্বাভাবিক। যেকোনো আন্তর্জাতিক দলকে আতিথেয়তা দিতে আমরা প্রস্তুত। তাই নিরপেক্ষ কেন্দ্রে খেলতে রাজি নই আমরা।প্রসঙ্গত, ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর জঙ্গিদের হামলা হয়। সেই ঘটনার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত দল বাতিল করে দেয় পাকিস্তানকে।