সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সময় মতো খাবার পৌঁছায়নি, রা’গে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে টুইট প্রসেনজিতের, হতে হলো ট্রো’ল

এক ব্যাপক সমস্যার মুখোমুখি হয়ে অবশেষে সেই সমস্যার কথা ট্যুইটারে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ট্যাগ করেছেন টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু তিনি বিষয়টি নিয়ে সিরিয়াস হলেও তাঁর এই ট্যুইট দেখে নেটিজেনরা শুরু করেছে নানান মশকরা।

কিন্তু কী এমন সমস্যায় পড়লেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যার জন্য যাকে তাকে নয়, সোজা অভিযোগ জানাতে হল মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে? সেই প্রশ্নের উত্তরে জানা গেছে যে তিনি Swiggy নামক খাবারের হোম ডেলিভারি অ্যাপের দ্বারা খাবার অর্ডার করেছিলেন। কিন্তু সেই খাবার শেষ পর্যন্ত ডেলিভারি পান নি। এ প্রসঙ্গে তিনি বলেন যে অ্যাপ থেকে খাবার ডেলিভারি হয়েছে দেখিয়েছে, তবুও তা শেষ পর্যন্ত ডেলিভারি হয়নি। অভিনেতা এও জানান যে Swiggy থেকে তাঁর খাবারের টাকা ফেরত দেওয়া হয়েছে, যেহেতু তিনি আগে অনলাইনে টাকা দিয়েছিলেন।

কিন্তু তা সত্ত্বেও তিনি প্রশ্ন রেখেছেন, “যদি কারোর বাড়িতে অতিথি আসে, আর Swiggy থেকে খাবার এভাবে ডেলিভারি না করে, তাহলে কী হবে? যদি কেউ রাতের খাবারের জন্য কেউ খাবার অর্ডার করে, আর খাবার ডেলিভারি না হয়, তাহলে কী হবে?” গত ৬ই নভেম্বর ট্যুইট করে এই প্রশ্নের দাবি জানিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ।

প্রসেনজিৎ-এর এই ট্যুইট যে এভাবে নেট মাধ্যমে হাসির খোরাক হয়ে উঠবে তা হয়তো তিনি বুঝতে পারেননি। এ নিয়ে রীতিমতো ট্রোল শুরু করেছেন নেটবাসীরা। কেউ কেউ কমেন্ট করেছেন, “এটা তো আন্তর্জাতিক সমস্যা, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে না জানিয়ে আপনি বরং রাষ্ট্রসংঘে জানান”। আবার কেউ লিখেছেন, “আপনি রাষ্ট্রপতিকে কেন বাদ দিলেন, তাঁকেও তো ট্যাগ করতে পারতেন”। এভাবে অভিনেতার আসল সমস্যার সমাধান তো হয়নি বরং তাঁর কমেন্ট বক্স এমন ধরণের নানান কমেন্টে ভরে গিয়েছে।