সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সম্পত্তি বৃ’দ্ধি মামলায় ED-কে পা’র্টি করা নিয়ে কোর্টে ফিরহাদ-অরূপ

সম্পত্তিবৃদ্ধি মামলা নিয়ে নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আপাতত হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের মন্ত্রীরা। বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে আর্জি জানান তিন মন্ত্রী, এই তিন মন্ত্রী হলেন ফিরাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক এবং অরূপ রায়।

তাঁরা আদালতের দেওয়া নির্দেশকে পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন কারণ গত সোমবার হাইকোর্ট নির্দেশ দেয় এই মামলায় ইনফোর্সমেন্ট ডিরেক্টরকে যুক্ত করার জন্য, তাই তারই পরিপ্রেক্ষিতে এদিন তাঁরা আদালতের দ্বারস্থ হন।

২০১৭ সালে জনস্বার্থে দুটি মামলা দায়ের করা হয়েছিল রাজ্যের নেতা নেত্রীদের বিরুদ্ধে, কিভাবে তাঁদের সম্পত্তি দ্রুত বৃদ্ধি পেল? ২০১১ থেকে ২০১৬ মাত্র ৫ বছরের মধ্যে। তারই খতিয়ান চেয়ে ১৯ জন নেতা-নেত্রীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং সম্পত্তির খতিয়ান চেয়ে নির্বাচন কমিশনের এ সমস্ত নেতাদের হলফ নামাও দেয়।

আরো পড়ুন: আগামীকাল ভ’য়া’ন’ক বি’প’র্য’য় নেমে আসবে! বহু মানুষের মৃ’ত্যু হবে! দা’বি করছেন টাইম ট্রাভেলার

আসুন এবার জানা যাক সেই ১৯ জন নেতা নেত্রীর নাম : জ্যোতিপ্রিয় মল্লিক, অরূপ রায়, অমিত মিত্র, ব্রাত্য বসু, মলয় ঘটক, ফিরাদ হাকিম, জাবেদ খান ,সব্যসাচী দত্ত এমনকি প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাধন পান্ডে সহ কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তবে প্রথমে ২০১৭ সালে যে মামলা দায়ের হয়েছিল সেটি করেছিলেন অনিন্দ্য সুন্দর এবং বিপ্লব।

তবে এদিন সেই মামলাকেই আরো নতুন করে আবেদন করলেন আইনজীবী শামীম আহমেদ। তাই এদিন কলকাতা হাইকোর্ট এই মামলায় ইডিকেও জুড়ে দেওয়ার নির্দেশ দেয়। তবে ২০১৭ সালে অনিন্দ্য সুন্দরের পর এই নিয়ে আরও একটি মামলা দায়ের করেছিলেন অরিজিৎ। সেখানে আদালতে জমা পড়েছিল ৩০ জনের নেতা নেত্রীর নাম, যেখানে নাম ছিল অধীর চৌধুরী সহ সূর্যকান্ত মিশ্ররও।

সেই সময়ে বিচারপতি অনিন্দ্য সুন্দরের সঙ্গে অরিজিতের মামলাটি একসাথে জুড়েও দিয়েছিলেন, কিন্তু অনিন্দ্য সুন্দর জানিয়েছেন অরিজিৎ এর মামলায় ইডিকে পার্টি করা হয়েছিল কিন্তু তাদের পিটিশনে কোন ইডি ছিল না। এই দুটি মামলার সূত্র ধরে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যাতে ইডিও এই মামলার সাথে যুক্ত হয়। এবার আগামী দিনে কি ঘটতে চলেছে তা শুধুমাত্র সময়ের অপেক্ষা।