সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় সিরিয়াল “অপরাজিতা অপু”, শে’ষ কবে টিভিতে সম্প্রচার হ’বে জেনে নিন

জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিক ‘অপরাজিতা অপু’ শুরু হয়েছিল বছর খানেক আগে। কিন্তু অদ্ভুত বিষয় এক বছরের মাথাতেই শেষ হয়ে যাচ্ছে এই সিরিয়াল। প্রথম দিকে এই সিরিয়াল রাত সাড়ে আটটায় সম্প্রচার হলেও ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ সিরিয়াল আসার পর থেকেই এই সিরিয়ালের সম্প্রচারের সময়ের বদল ঘটে।

কিন্তু নতুন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’ আসার খবর ইতিমধ্যেই টিভিতে দেখানো হচ্ছে। ‘অপরাজিতা অপু’র বদলে জি বাংলার পর্দায় আসতে চলেছে নতুন এই ধারাবাহিক।

‘অপরাজিতা অপু’ র নতুন স্লট দেওয়ার কথা দর্শকরা ভাবলেও এবার জানা গেল ‘অপু’কে সত্যি সত্যিই বিদায় নিতেই হচ্ছে। তাই নতুন কোনো স্লট ‘অপু’র জন্য আর রাখা হচ্ছে না এমনই খবর জানা গেল চ্যানেল কর্তৃপক্ষ থেকে।

আরো পড়ুন: দীর্ঘ ১৮ বছর পর দাদা আ’সা’য় খুশির পরিবেশ বাড়িতে, আসল ঘ’ট’না জানতেই মুখ দে’খা’তে পারছেন না বোন

এ প্রসঙ্গে ধারাবাহিকের পরিচালক স্বপন নন্দী জানান, “এক বছর ধরে এই ধারাবাহিক চলছে। প্রথম দিকে টিআরপি রেটিংও খুব ভাল ছিল।

একটা সময় তো সবাইকে তার জায়গা ছেড়ে দিতে হয়, তাই এ সিদ্ধান্তু সবাইকে মেনে নিতে হবে।” কলাকুশলীরাও চ্যানেলের এহেন সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তাই বর্তমানে যত তাড়াতাড়ি সম্ভব এই ধারাবাহিক শেষ করার জন্য জোরকদমে শ্যুটিংও চলছে।

তবে বিগত কয়েক সপ্তাহ ধরেই ধারাবাহিকের আজগুবি গল্পের কারণে টিআরপি রেটিংও কমেছে বেশ অনেকটা। ধারাবাহিকে অপুর মৃত্যু দেখিয়ে তাকে ফের মিসেস গোমস রূপে ছদ্মবেশে ফিরিয়ে আনা সত্ত্বেও টিআরপি তালিকায় রদবদল হয়নি। তাই এবার চিরতরে বিদায় নিতে চলেছে ‘অপরাজিতা অপু’।

আরো পড়ুন: পড়ুয়াদের ড্রেস পরিবর্তন হ’চ্ছে শীঘ্রই! কি রংয়ের হ’বে পোশাক?

ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার কারণস্বরূপ প্রযোজক এবং চ্যানেল কর্তৃপক্ষর সিদ্ধান্ত বলে দাবি করেছেন পরিচালক। টিআরপি রেটিং লো হওয়ার বিষয়ে পরিচালক এও জানিয়েছেন, “হয়তো হতেও পারে”।

ধারাবাহিকের শেষ শ্যুটিং এবং শেষ সম্প্রচার প্রসঙ্গে পরিচালক জানান, আগামী ২৫শে মার্চ ‘অপরাজিতা অপু’র শেষ শ্যুটিং হবে। ধারাবাহিকের শেষ সম্প্রচার হবে ২৬শে মার্চ।