সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আচমকা লো’কা’ল সহ দূরপাল্লার ২০০ টি ট্রেন বা’তি’ল, জেনে নিন

দূরপাল্লা থেকে লোকাল প্রায় ২০০ টিরও বেশি ট্রেন বাতিল। অনেকেই আচমকা ট্রেন বাতিলের জেরে অথৈ জলে পড়েন। বাতিল ২২৭টি ট্রেনের মধ্যে উত্তরপ্রদেশ, বিহারের পাশাপাশি বাংলারও একাধিক ট্রেন রয়েছে। শনিবার রেলের তরফে এগুলি বাতিল করা হয়েছে।

শুধু দূরপাল্লার নয়, বেশ কিছু লোকাল ট্রেনকেও বাতিল করা হয়। এদিকে পর পর এই ট্রেনগুলি বাতিল করার জেরে মারাত্মক সমস্যায় পড়েন যাত্রীরা। আচমকাই ট্রেনের সংখ্যা কমে যাওয়ায় নাকাল হতে হয় তাঁদের। কাটোয়া আজিমগঞ্জ, হাতিয়া বর্ধমান, আসানসোল বোকারো স্টিল সিটি, জামালপুর রামপুরহাট, শিয়ালদহ- রানাঘাট, নৈহাটি-রানাঘাট, বারাসত বনগাঁ, হাওড়া বর্ধমান, হাওড়া হরিপাল, হাওড়া তারকেশ্বর লাইনের নির্দিষ্ট কয়েকটি ট্রেনকে বাতিল করা হয়।

উল্লেখ্য, ৯টা ৪২এর হাওড়া বর্ধমান লোকাল, ৮টা ০৫এর হাওড়া তারকেশ্বর লোকাল ও  ৮টা ৪৭ মিনিটের হাওড়া বর্ধমান লোকাল বাতিল করা হয়েছে। তবে কী কারণে এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে তা পুরোপুরি পরিষ্কার নয়। তবে এদিন কিছু অফিসে ছুটি থাকার জেরে কিছুটা রেহাই মেলে।