সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কলকাতা শহরে বে’ড়ে গেল ফি, ক্ষু’দ্ধ আমজনতা

আপনার কি গাড়ি রয়েছে? সেই গাড়ি করে কলকাতার অফিসে যেতে হয়! কিংবা আপনার আবাসনের গ্যারেজে গাড়ি রাখতে হয়! তবে আপনার জন্য এক দুঃসংবাদ! আজ থেকে গাড়ি রাখবার জন্য অতিরিক্ত টাকা দিতে হবে। এপ্রিলের প্রথম দিন থেকে সব রকম গাড়ির ক্ষেত্রে পার্কিং ফি বেড়ে গেল মহানগরে।

কলকাতা পৌরসভার তরফে আগেই বাজেট পেশ করা হয়েছিল। দুই চাকা গাড়ির জন্য আগে দিতে হতো ঘন্টা প্রতি ৫ টাকা এখন দুই ঘন্টার জন্য দিতে হবে ১০ টাকা। তিন ঘন্টা হলে তা বেড়ে যাবে ৪০ টাকায়।চার ঘন্টা হলে ৬০ টাকা আর পাঁচ ঘন্টার জন্য দিতে হবে ৮০ টাকা।

প্রতি ঘন্টা পিছু ৫০ টাকা করে তারপর গুনতে হবে। চার চাকার গাড়ির ক্ষেত্রে আগে ঘন্টা পিছু খরচ ছিল মাত্র দশ টাকা কিন্তু এবার সেটাই দ্বিগুণ হতে চলেছে। দুই ঘন্টা গাড়ি রাখলেই পার্কিং ফি দিতে হবে ৪০ টাকা।

আরো খবর: কাছের লোকজনকে “এপ্রিল ফুল” বানাতে চান? রইলো ম’জা’র তথ্য

তিন ঘন্টার জন্য তা হবে ৮০ টাকা। চার ঘন্টার জন্য দিতে হবে ১২০ টাকা আর পাঁচ ঘন্টার জন্য দিতে হবে ১৬০ টাকা। তারপর থেকে প্রতি ঘন্টা পিছু ১০০ টাকা করে দিতে হবে।

বাস এবং লরির ক্ষেত্রে এতদিন এই পার্কিং ফি ছিল কুড়ি টাকা। এবার সেটা বেড়ে এক ধাক্কায় হয়ে গেল ৪০ টাকা। চার ঘন্টার জন্য গাড়ি রাখতে হলে দিতে হবে ২৪০ টাকা।

৫ ঘন্টা হয়ে গেলে দিতে হবে ৩০০ টাকা তারপর থেকে প্রতি ঘন্টায় ২০০ টাকা করে দিতে হবে।। কি বলছেন শহরবাসী? ইচ্ছামতো পার্কিং ফি আগে নেওয়া হতো। তাই নিয়ে বারবার অভিযোগ জানানোর পর যে এক ধাক্কায় এত টাকা বেড়ে যাবে তা ভাবতেই পারছেন না তারা!