Home টেক নিউজ ফের সৌরঝড় আ’ছ’ড়ে পড়ার আ’শ’ঙ্কা! পছন্দের ডিভাইসকে কিভাবে র’ক্ষা করবেন জেনে নিন

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের সৌরঝড় আ’ছ’ড়ে পড়ার আ’শ’ঙ্কা! পছন্দের ডিভাইসকে কিভাবে র’ক্ষা করবেন জেনে নিন

বিগত কয়েক বছরে জিও-ম্যাগনেটিক ঝড়ের সংখ্যা নিয়মিত বাড়ছে। এর মূল কারণ সৌর চক্র বা Solar Cycle। প্রতি 11 বছর অন্তর যে সৌর চক্র শুরু হয় তার প্রভাবেই এই ধরনের ঝড়ের সূত্রপাত। Solar Cycle 25 ইতিমধ্যে শুরু হয়েছে।

2025 সাল নাগাদ তা চূড়ান্ত শিখরে পৌঁছবে। নতুন সৌর চক্র শিুরুর পর থেকে সূর্যের চার পাশের পরিবেশ অশান্ত হয়ে ওঠে। এবং সেসময় ঝড়ের সৃষ্টি হয়। এবং তা প্রচুর অনু- পরামাণু ছড়িয়ে ছিটিয়ে পড়ে।

এর ফলে স্যাটেলাইটের কাজকর্ম স্তব্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং রেডিয়ো ব্ল্যাকআউট তৈরি হতে পারে। বিজ্ঞানীদের ধারণা আজ এই ধরনের বড় কোনও সমস্যা তৈরি হতে পারে।

আরো পড়ুন: নেই দু’টো হাত, এই খুদের নাচ দে’খে চো’খ ফে’রা’তে পারছেন না দেশবাসী! রইলো ভিডিও

ইন্টারনেট পরিষেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা হতে পারে। এছাড়াও দৈনন্দিন জীবনে যে ধরনের বিদ্যুতিন সামগ্রী ব্যবহার করা হয় সেই ডিভাইসগুলির উপরও প্রভাব পড়তে পারে।

প্রতি 11 বছর অন্তর নতুন সৌর চক্র শুরু হয়। এর ফলে এই ধরনের ঝড়ের সম্মুখীন হতে হয়। শুধু তাই নয়, সম্প্রতি শুরু হয়েছে একটি নতুন সৌর চক্র। যার ফলে এই ধরনের ঝড় ফের আছড়ে পড়তে পারে পৃথিবীতে। বিজ্ঞানীদের আশঙ্কা এর ফলে ইন্টারনেট এবং বিভিন্ন ডিভাইসের উপর প্রভাব পড়তে পারে।