সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জন্মদাতা হলেই পিতার অ’ধি’কা’র মেলে না, পিতার ক’র্ত’ব্য পালনেই পিতৃত্বের অধিকার জন্মায়: হাইকোর্ট

শুধু জন্মদাতা হলেই মিলবেনা পিতৃত্বের অধিকার। সন্তানের সমস্ত দায়িত্ব কর্তব্য যিনি পালন করবেন, তিনি আসল পিতা। সম্প্রতি এই সংক্রান্ত একটি মামলা এমন রায় প্রদান করেছে কলকাতা হাইকোর্ট। এক শিশু কন্যার পিতৃত্বের দাবি নিয়ে তার বাবা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। একইসঙ্গে আদালতে উপস্থিত হয়েছিলেন তার পালক পিতা-মাতা।

ঐ শিশুটি জন্মের পর থেকেই তার বাবাকে দেখেনি। তার জন্মের পরই বাবা তাদের ছেড়ে চলে যান। শিশুটির বয়স যখন সাত মাস তখন মা আত্মঘাতী হন। হাওড়ার শালকিয়ায় দিদার কাছে আশ্রয় পেয়েছিল মেয়েটি। তবে দিদাও শেষমেষ আত্মঘাতী হলে সে নিরাশ্রয় হয়ে পড়ে। তবুও সে নতুন আশ্রয় পেয়ে গিয়েছিল।

দিদার প্রতিবেশী জহর রায় ও জুলি রায় অত্যন্ত আদরের সঙ্গে মেয়েটিকে আপন করে নেন। তারপর থেকে তাদের কাছেই বড় হচ্ছিল ছোট্ট শিশুটি। তবে বিধি বাম। এরই মধ্যে আবার মেয়ের প্রতি অধিকারবোধ থেকে শিশুটির জন্মদাতা বাবা মেয়ের পিতৃত্বের অধিকার নিয়ে ফিরে আসে এবং মেয়েকে ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ হন।

আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই রায় দিয়েছে যে শিশুটির উপর তার পালক পিতা-মাতার অধিকার রয়েছে। আপাতত সে তার পালক পিতা-মাতার কাছে থাকার অনুমতি পেয়েছে। শিশুটি তার পালক পিতা-মাতাকেই বাবা-মা বলে চেনে। আদালতের নির্দেশ, সপ্তাহের শেষে আইনজীবিদের উপস্থিতিতে শিশুটিকে তার বাবার কাছে পাঠানো হবে। সারাদিন থাকার পর সে আবার ফিরে আসবে পালক পিতা-মাতার কাছে। এইভাবে দুই সপ্তাহ যাওয়ার পরে যদি সে বাবার কাছে ফিরে যেতে চায় তাহলে সেই সিদ্ধান্তই নেবে আদালত। তার ইচ্ছানুযায়ীই রায় প্রদান করা হবে।