সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সন্ধ্যা হতেই পুকুরে ঝাঁ’প দিচ্ছে কেউ, শো’না যা’চ্ছে ধান ভা’ঙা’র শব্দ, ভূ’তে’র আ’ত’ঙ্ক দেগঙ্গা জু’ড়ে

উত্তর 24 পরগনার দেগঙ্গায় পরিত্যক্ত মিলিটারি ক্যাম্পে ভূতের আতঙ্ক দানা বেঁধেছে। রাতবিরেতে অদ্ভুত কিছু শব্দ শুনে আতঙ্কে ভুগছেন ওই গ্রামের বাসিন্দারা। পরিস্থিতি এমনই যে সন্ধা গড়ালেই নাকি বাড়ি থেকে বের হওয়ার সাহস পাচ্ছেন না কেউ। উত্তর 24 পরগনার দেগঙ্গার বিশ্বনাথপুরের প্রাচীন একটি মিলিটারি ক্যাম্প রয়েছে। রাত হলেই সেখান থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে।

একটা সময় এখানে নিয়মিত জওয়ানদের যাতায়াত থাকতো। স্বাধীনতার পর তৈরি হয়েছিল এই ক্যাম্প। এখন সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এক সময় সেখানে বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষদের রাখা হতো। কুড়ি বছর আগে থেকেই বলতে গেলে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই ক্যাম্প। এখন তা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে এই পরিত্যক্ত ক্যাম্প সকলের আশঙ্কার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

এই মিলিটারি ক্যাম্পের ভিতরে খড় ভর্তি করে রাখা রয়েছে। সেখানে বারান্দায় গরু ঘুরে বেড়ায়। দরজা-জানলা প্রায় ভেঙে পড়েছে। স্থানীয়দের একাংশের দাবি, সূর্য অস্ত গেলেই বিভিন্ন রকমের আওয়াজ ভেসে আসে এই বাড়ি থেকে। কখনো মনে হয় যেন ধান ঝাড়ার শব্দ হচ্ছে। কখনো মনে হয় কারোর কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কখনো মনে হয় কেউ যেন পুকুরে ঝাঁপ দিচ্ছেন।

এমন সব শব্দ শুনে গ্রামবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাদের সকলের রাতের ঘুম উড়েছে। তবে এলাকার বাসিন্দাদের একাংশের মতে এই ক্যাম্পে অসামাজিক কাজের আখড়া বসছে। পুলিশের তরফ থেকে সেখানে বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছিল। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। স্থানীয়দের দাবি কিছু মানুষ ইচ্ছাকৃতভাবেই মানুষের মধ্যে ভূতের আতঙ্ক তৈরি করার চেষ্টা চালাচ্ছে। তারা চাইছেন এই পুলিশ ক্যাম্পের সংস্কারের কাজ করা হোক।