সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মা’রা’ত্ম’ক ঘটনা! গ’র্ভা’ব’স্থা’য় ৫ দিনের মধ্যে আরো এক সন্তান গ’র্ভে, একই সময়ে জন্ম হলেও ন’য় যমজ

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মহিলা দুই সন্তানের জন্ম দিয়েছেন। তবে আশ্চর্যের বিষয় হলো এই দুই সন্তান একসঙ্গে জন্মগ্রহণ করলেও এদের জমজ বলা যাবে না। কারণ তাদের দুজনের ভ্রুণ একসঙ্গে গঠন হয়নি।

প্রথম গর্ভাবস্থায় 5 দিনের ব্যবধানে আরেক সন্তান এসেছে ওই মহিলার গর্ভে। ডাক্তারি পরিভাষায় একে বলা হয় সুপারফেটেশন। সারা বিশ্বে এই বিরল ঘটনা হাতেগোনা।

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে 25 বছর বয়সী কারা উইনহোল্ড 5 দিনের ব্যবধানে ফের গর্ভবতী হন। 25 বছর বয়সী ওই মহিলা প্রথম পরীক্ষা করে জানতে পেরেছিলেন তিনি গর্ভবতী।

আরো পড়ুন: সাদা চুল থেকে এবার চিরমুক্তি! এই দুটি জিনিস কি’নে আনুন বাজার থেকে, তাতেই কেল্লাফতে

এবার চিকিৎসকরা তাকে জানান তিনি গর্ভবতী থাকাকালীন দ্বিতীয় সন্তানের তুলনায় পাঁচ দিন আগে তার গর্ভে প্রথম সন্তান এসেছে। এই দুই শিশু একসঙ্গে জন্মগ্রহণ করলে এতে জমজ বলা যাবে না। এটি আদতে সুপেরফেটেশন।

প্রথমবার গর্ভধারণের কয়েকদিন বা কয়েক সপ্তাহ পরে যদি কেউ দ্বিতীয়বার গর্ভবতী হন সেক্ষেত্রে প্রথম গর্ভাবস্থার তুলনায় এটিকে আলাদা গর্ভাবস্থা বলে বিবেচনা করা হয়।

গর্ভধারণের পর শরীরে হরমোনের পরিবর্তনের কারণে মহিলাদের ডিম্বাণু নিঃসরণ বন্ধ হয়ে যায়। যার ফলে পুনরায় গর্ভবতী হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না। তবুও মাঝে মধ্যে ঘটে যায় এই বিরল ঘটনা।

কারা বলেছেন তার দুই ছেলে সেলসান এবং সেডান হুবহু একই রকম। এমতাবস্থায় তাদের দুজনকে দেখে অনেকেই জমজ বলে ভুল করেন। কিন্তু তার সন্তান যমজ নয়।