সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পরীক্ষায় বার-বার ফেল, মানসিক অ’ব’সা’দে নিজের পে’টে ছু’রি ঢুকিয়ে আ’ত্ম’হ’ত্যা ছাত্রের

বছর বছর পরীক্ষায় ফেল, তার সাথে আর্থিক অনটন, বাবা-মায়ের কথার চাপে একেবারে সবমিলিয়ে বলা যেতে পারে ডিপ্রেশনের শিকার সেই যুবক। নিজেকে বারবার এইভাবে হেরে যাওয়া দেখতে পারছিলনা সে।আর সেই কারণেই এই সবকিছু সহ্য করতে না পেরে ছুরি দিয়ে নিজে আত্মঘাতী হল শেষ পর্যন্ত বাঁশদ্রোণির প্রগতি পার্কের শিবম অ্যাপার্টমেন্টের বাসিন্দা বছর তেইশের তরুণ রবীন দেবনাথ। রান্নাঘরের ছুরি দিয়ে আত্মঘাতী হয় সেই যুবক,ঘটনার পরেই তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। স্বাভাবিকভাবেই ছেলের এই ঘটনায় একেবারে ভেঙে পড়েছে মা-বাবা। পুলিশি অনুমানে জানা যাচ্ছে, হয়তো মা-বাবার সাথে ঝগড়া করার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে যুবক।

দুইবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল সে, তৃতীয়বারের প্রস্তুতি চলছিল ঠিকই কিন্তু মানসিক চাপ থাকে এই কাজ করতে বাধ্য করেছে বলে অনুমান করা হচ্ছে। বাড়ির আর্থিক পরিস্থিতি খুবই খারাপ ছিল তাঁর, ঠিক তার সাথেই তার এই অসফলতা। গত মঙ্গলবার রাতে রবিন তার মা-বাবার সাথে ঝগড়া করে রান্না ঘরে গিয়ে ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করে। এবং তারপরেই রক্তাক্ত অবস্থায় অচৈতন্য হয়ে পড়ে সে।সাথে সাথে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।এই ঘটনায় স্বাভাবিকভাবেই মা-বাবা কান্নায় ভেঙে পড়ে রবিনের।

পরিবার সম্পর্কে আরও জানা যায়, গতবছর করোনাতে কাজ হারিয়েছে তার বাবা। এদিকে তার মা বাড়ি বাড়ি কাজ করে কোন মতে দিন গুজরান করে। ঠিক এর মধ্যেই এই অসফলতা, আর্থিক অনটন সবমিলিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন রবিন। কোনভাবেই পেরে উঠছিল না সে, একেবারেই ধৈর্য্যের বাঁধ ভেঙে গিয়েছিল তার। ঠিক এই সময়ে সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য এই পথ বেছে নিয়েছে সে, এমনটাই অনুমান করছে পুলিশ।